Weather

উধাও হল শীতের আমেজ, ঘনিয়ে আসছে বৃষ্টি।

এক রাতের মধ্যেই পাল্টিয়েছে আবহাওয়ার চরিত্র, শুক্রবারেও পাওয়া যাবে বৃষ্টির দেখা।

@ দেবশ্রী : শীতকাল মানেই জমিয়ে ঠান্ডা পড়বে এটাই আশা করা যায়। কিন্তু নতুন বছরের প্রথম থেকেই ঠান্ডা খানিক উধাও। গত বছরে ডিসেম্বরে যে কনকনে ঠান্ডা পড়েছিল তা আর এখন নেই। এখন কাশ্মীর, হিমাচলে প্রবেশ করেছে পশ্মিমী ঝঞ্ঝা। তার জেরেই এ রাজ্যে যে বৃষ্টির সম্ভাবনা বছরের শুরুতেই দেখা যাবে সেকথা আগেই জানিয়ে দিয়েছিল আবহাওয়া দফতর। আর সেই পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার সকাল থেকেই আকাশে মেঘের আনাগোনা শুরু হয়েছে।

সময় যত পার হয়েছে, মেঘের আস্তরণ ততই পুরু হয়েছে। সেই সাথেই যেন উধাও হয়েছে ঠান্ডা। পয়লা জানুয়ারিতেও যে ঠান্ডা উপভোগ করেছেন শহরবাসী, সেই ঠান্ডা মেঘের ঠেলায় নিমেষে ভ্যানিস। ১ দিনের ব্যবধানে একেবারে একলাফে ৩ ডিগ্রির ওপর চড়েছে পারদ।

বুধবার বছরের প্রথম দিনে কলকাতার পারদ ছিল ১২.১ ডিগ্রি। স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। রোদও ছিল। ফলে বছরের প্রথম দিনে শীতের আমেজ উপভোগ করেছেন সকলে। কিন্তু বৃহস্পতিবারই উল্টে গেল আবহাওয়ার চরিত্র। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৩ ডিগ্রি। স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। ফলে শহর জুড়ে মানুষ দুপুরের দিকে সোয়েটার গায়ে চাপিয়ে রাখতে পারেননি।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button
%d bloggers like this: