উমার কাছে সকলের মনোবাঞ্ছা পূর্তির কামনা করলেন কোয়েল মল্লিক
দুর্গা মায়ের কাছে সকলের মনের ইচ্ছে পূর্ণ করার প্রার্থনা করলেন কোয়েল

সায়ন্তনী রায় : পুজো আর দুদিন। পুজোতে ঠাকুর দেখার সঙ্গে সঙ্গে অরিন্দম শীল পরিচালিত কোয়েল মল্লিক অভিনীত ‘মিতিন মাসি’ ছবিটিও দেখছেন দর্শক। ২রা অক্টোবর ছবিটি বড়ো পর্দায় মুক্তি পেয়েছে। কোয়েলের পুজোর দিনগুলি প্রচুর ব্যস্ততার মধ্যে দিয়ে কাটছে। সেই ব্যস্ততার মধ্যেও তিনি দর্শকদের জন্য কিছু সময় বার করে নিলেন। সপ্তমীতে তিনি দুপুর বেলা ফেসবুক লাইভে সকলের মনোবাঞ্ছা পূর্তির কামনা করলেন উমার কাছে। ফেসবুক লাইভে তিনি এটিও বলেছেন, ঠাকুর দেখার সঙ্গে সঙ্গে যেন তার ছবিও দেখতে যায় সকলে। যারা ছবিটি দেখেছেন তাদের ধন্যবাদ জানিয়েছেন ‘মিতিন মাসি’র অভিনেত্রী কোয়েল মল্লিক। ফেসবুক লাইভে অফ হোয়াইট আর হলুদ পাড়ের শাড়িতে তাঁকে দেখতেও লাগছিল মোহময়ী। এতো কম সময়ের মধ্যেই বড়ো পর্দায় মুক্তি পাওয়া আরো তিনটি বিগ বাজেটের বাংলা ছবিকে ভালোই টেক্কা দিচ্ছে ‘মিতিন মাসি’।