Weather

উৎসবের দিনেতেও রাজ্যে দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা।

সপ্তাহের মাঝে হবে হালকা মাঝারি বৃষ্টি, আর তার পরেই আবারও জাঁকিয়ে শীত।

@ দেবশ্রী : আজ বড়দিন, উৎসবের দিন। আর আকাশ হয়ে হয়েছে মেঘলা। জানা যাচ্ছে বৃষ্টি হতে পারে পশ্চিমের জেলাগুলিতে। আগামীকাল কলকাতাতেও হতে পারে বৃষ্টি। বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। হালকা থেকে মাঝারি বৃষ্টির রয়েছে পূর্বাভাস। সপ্তাহের শেষে শুক্রবারেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দু এক জায়গায়। বিশেষ করে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং এ। তবে শনিবার থেকেই মেঘমুক্ত হবে আকাশ। সপ্তাহের শেষে জাঁকিয়ে পড়বে ঠান্ডা।

উত্তরবঙ্গে দেওয়া হয়েছে ঘন কুয়াশার সতর্কবার্তা। দৃশ্যমানতা ২০০মিটার এর কাছাকাছি নেমে আসার সতর্কতা। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ঘন কুয়াশার সম্ভাবনা। মেঘলা আকাশের কারণে শীতল দিন কোল্ড-ডের পরিস্থিতি উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায়। দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহারে এই মুহূর্তে শীতল দিনের পরিস্থিতি। একদিকে পশ্চিমী ঝঞ্ঝা নেমে আসছে অন্যদিকে বিপরীত ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে। এই দুইয়ের জেরে আগামী শুক্রবার পর্যন্ত বৃষ্টি হতে পারে রাজ্যে। হবে হালকা থেকে মাঝারি বৃষ্টি।

আজ, বুধবার বৃষ্টির সম্ভাবনা বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, এবং ঝাড়গ্রামে। মূলত ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশি। আগামীকাল বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা। এবং কলকাতাতে সারা দিন মেঘলা আকাশ এবং দু-এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা। শুক্রবারেও দক্ষিণবঙ্গের দু’এক জেলায় বিক্ষিপ্তভাবে দেখা যাবে হালকা বৃষ্টি। উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং-এ রয়েছে বৃষ্টির পূর্বাভাস।

কলকাতায় আজ সকালে হালকা কুয়াশা পড়ে মেঘলা আকাশ ।সকালের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৯ স্বাভাবিকের থেকে ১ ডিগ্রী সেলসিয়াস কম। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কম বাতাসে আর্দ্রতার পরিমাণ ৪০ থেকে ৯৮ শতাংশ। আগামী কয়েকদিন বিহারে শীতল দিন কোল্ড ডে পরিস্থিতি। আর এর প্রভাব পড়বে রাজ্যে। পশ্চিমী ঝঞ্ঝার জেরে ঝাড়খণ্ডে বৃষ্টির পূর্বাভাস। একদিকে পশ্চিমী ঝঞ্জা অন্যদিকে বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের জেরে আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টি রাজ্যে।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button
%d bloggers like this: