উৎসব শেষ, আকাশের মুখ ভার এবং আরও বর্ষণের পূর্বাভাস
সকাল থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে সর্বত্র। আগামী ২৪ ঘন্টায় আরও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে
প্রেরণা দত্ত : বুধবার ভোর থেকে কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি। বুধবার সারাদিন ধরে কলকাতাসহ আশপাশের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে খবর।
লম্বা ছুটি কাটিয়ে আজ থেকে খুলে যাচ্ছে বহু দফতর। বিভিন্ন বেসরকারি স্কুলেও শুরু হচ্ছে ক্লাস। সপ্তাহের অন্যতম ব্যস্ত একটি কাজের দিনের সকালটাতেই ভারী বৃষ্টিপাত শহরে। বুধবার ভোরের আলো ফুটতেই বর্ধমান, উত্তর ২৪ পরগণা, হুগলি, নদীয়ার বিভিন্ন অংশে বৃষ্টি শুরু হয়। আগামী ২৪ ঘন্টায় আরও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।বৃষ্টির জেরে সাধারণ মানুষের ভোগান্তি বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।
দশমীর দিনও রাজ্যের বেশ কিছু জায়গায় শুরু হয়ে যায় বিক্ষিপ্ত বৃষ্টি।
বেশ কিছু পুজোকে রেড রোডে বিসর্জন কার্নিভালে নির্বাচিত করা হয়েছে। সেগুলি আরও কয়েক দিন দেখার সুযোগ থাকবে।কলকাতার বিভিন্ন বড় পুজোর প্রতিমা রয়ে গিয়েছে। দশমীর বিকেলেও অনেকে ঠাকুর দর্শনে হাজির হয়েছেন। বিকেল থেকে ঘাটগুলি ঢাকের আওয়াজে মুখর হয়ে ওঠে। বিষাদের মধ্যেই প্রায় সকলের মুখে একই কথা, ‘‘আসছে বছর আবার হবে।’’ আজও বিসর্জন চলবে।