Sports Opinion

ঋদ্ধিতে মুগ্ধ হিটম্যান,তাই হিটম্যানের মুখে ঋদ্ধির প্রশংসা

ভারতের উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহার প্রশংসাও করেছেন হিটম্যান।

প্রেরণা দত্ত : রোহিত শর্মা দুই ইনিংসেই শতরান করে শুধু একাধিক রেকর্ডই গড়েননি, দলকে এনে দিয়েছেন মূল্যবান জয়।স্বাভাবিকভাবেই ম্যাচের সেরার পুরস্কার উঠেছে রোহিত শর্মার হাতে। কিন্তু দলের জয়ে তার গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও বাকিদের কৃতিত্বকে কোনও অংশে খাটো করতে রাজি নন হিটম্যান।উইকেটকিপার ঋদ্ধিমান সাহার প্রশংসা করতেও কুণ্ঠাবোধ করেননি হিটম্যান ।

ভাইজাক টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি করা প্রোটিয়া ওপেনার এলগারের সহজ ক্যাচ ফস্কেছেন ভারতীয় উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা।বিশাখাপত্তনমে প্রথমদিন থেকেই বল ঘুরতে শুরু করেছিল।কিন্তু চতুর্থ ও পঞ্চম দিনে বোলারদের ফুটমার্ক এবং পিচের টপ-সয়েল আলগা হওয়ার পর থেকে স্পিনারদের বল হঠাৎ করে বাড়তি টার্ন নিতে শুরু করেছিল। মাঝে মাঝে বল হঠাৎই নিচু হয়ে যাচ্ছিল এবং কখনও সখনও লাফিয়ে উঠছিল অতিরিক্ত।তাই ম্যানেজমেন্ট ঋদ্ধিমান সাহার উপর আস্থা রাখে। সুযোগটা যথাযথ ব্যবহার করে টিম ম্যানেজমেন্টের আস্থার যথাযথ মর্যাদা রাখেন ঋদ্ধিমান।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button
%d bloggers like this: