এই নিয়মে কাচলে জিনস থাকবে নতুনের মতো
এই সময়ে সব বয়সীদের বিশেষ করে তরুণদের মাঝে জনপ্রিয় জিন্স। ওয়ার্ড্রোবে ডেনিম থাকে না এমন মানুষ সংখ্যায় খুবই কম।
প্রেরনা দত্ত : প্রচলিত একটি ধারণা আছে, জিনস শ্রমিকদের প্যান্ট। এক সময় খনিতে কাজ করতে আসা মানুষদের প্রতি দিন পরনের সুবিধার জন্যই এই ধরনের প্যান্ট বাজারজাত করা হয়। তবে ডেনিমের ইতিহাস নিয়ে আরও এক ঘটনা প্রচলিত আছে।মূলত শ্রমিক-মজুররা এই প্যান্ট ব্যবহার করলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে আমেরিকান সেনার পোশাক তৈরিতেও ব্যবহার শুরু হয় ডেনিমের।প্রতিদিনের পোশাক হিসাবে তাই ডেনিম এর জৌলুস ধরে রাখা গুরুত্বপূর্ণ। তাই কিছু কৌশল অবলম্বন করলে বার বার ব্যবহারের পরেও ডেনিম থাকবে নতুনের মতো। কাচার কিছু নিয়ম মানলেই ডেনিম থাকবে যত্নে। রইল সে সবের হদিশ-
১ ) গরম জল ডেনিমের জন্য ভাল নয়।তাই ঠান্ডা জলে ডেনিম ধোয়া উচিত ।
২) ক্ষারযুক্ত সাবান বাদ দিয়ে মৃদু সাবানে ধুয়ে নিন জিনস।
৩) কাচার পর নিংড়াবেন না। প্রথমে জল ঝরাতে মেলে দিন। তার খানিক ক্ষণ পর রোদে দিয়ে শুকিয়ে ফেলুন।
৪)রং ধরে রাখতে উল্টো করে রোদে শুকাতে দিন।
৫)পায়ের ফোল্ড এর দিক টা বেশি ময়লা জমে, তাই ব্রাশ দিয়ে হালকা করে ঘষে নিন।