Entertainment

একটানা ৪৮ ঘন্টা শুটিং এর জেরে হাসপাতালে সঙ্কটজনক অবস্থায় অভিনেত্রী !

টেলিভিশন হোক, সিনেমা হোক কিংবা ওয়েব প্লাটফর্ম হোক না কেন, সবাইকে করতে হয় অত্যন্ত পরিশ্রম। ঘন্টার পর ঘন্টা চলতে থাকে শুটিং। তবে তার প্রভাব শরীরের উপর পড়ে অনেকটাই।

@ দেবশ্রী : শুটিং চলাকালীনই ফ্লোরে অসুস্থ হয়ে পড়লেন জনপ্রিয় অভিনেত্রী গেহনা বশিষ্ট। টানা ৪৮ ঘন্টা ধরে শুটিং এর জেরেই হটাৎ অসুস্থ হয়ে পড়েন বলে মনে করা হচ্ছে। এতক্ষন ধরে টানা শুটিং করার জেরে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে গেহনাকে। মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। তাঁর অবস্থা বেশ আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। আপাতত গেহনাকে ভেল্টিলেনশনে রাখা হয়েছে বলে একাধিক জাতীয় সংবাদমাধ্যমে জানানো হয়েছে। সূত্রের মাধ্যমে জানা যায়, গেহনার চিকিৎসার জন্য ইতিমধ্যে একটি মেডিক্যাল টিম তৈরী করা হয়েছে। চিকিৎসকদের এই দল সর্বক্ষণ নজর রাখছেন অভিনেত্রীর উপর।

সম্প্রতি একটি জনপ্রিয় ওয়েব সিরিজে অভিনয় করছেন অভিনেত্রী গেহানা বশিষ্ট।ওয়েব সিরিজের শুটিংয়ে ব্যস্ত ছিলেন তিনি।জানা যায়, শোনা যায়, গত ৪৮ ঘন্টা ধরে ওই ওয়েব সিরিজের জন্যে শুটিং করেছিলেন গেহনা। শুটিং চলাকালীনই ফ্লোরের মধ্যে মাথা ঘুরে পড়ে যায় তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানাচ্ছেন, দিনের পর দিন ধরে ঠিকঠাক খাওয়াদাওয়া না করেই লাগাতার কাজ করে যাচ্ছিলেন গেহনা। সম্প্রতি ৪৮ ঘণ্টা একটানা শ্যুটিং করেছিলেন। খাওয়াদাওয়া না করেই শ্যুটিং করছিলেন তিনি। সেই কারণে শ্যুটিং ফ্লোরের মাঝেই গেহনা অসুস্থ হয়ে পড়েন বলে জানা গেছে।

মেডিক্যাল বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে, ধীরে ধীরে সুস্থ হচ্ছেন গেহনা। তবে চিকিৎসাতে তাঁর ডায়াবেটিস রয়েছে বলে জানা যায়। সেটা জথেষ্টা ভাবাচ্ছে ডাক্তারদের। জানা যায়, গেহনাকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তখন ব্লাড প্রেসার একদম নীচের দিকে নেমে গিয়েছিল। আপাতত ভেল্টিলেশনেই রয়েছেন অভিনেত্রী। পরিস্থিতি যথেষ্ট সঙ্কটজনক বলেই জানাচ্ছে হাসপাতাল কতৃপক্ষ।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button
%d bloggers like this: