Entertainment
একসাথে রণবীর-দীপিকা ও রণবীর-আলিয়া
অপেক্ষার অবসান শেষ, একসঙ্গে দেখা মিলবে রণবীর-দীপিকা এবং রণবীর-আলিয়ার।

একসঙ্গে দেখা মিলতে চলেছে ‘দীপবীর’ ও ‘রণলিয়া’ জুটির। তবে তা সিনেমার পর্দায় নয়, তাদেরকে দেখা যাবে মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিভিন্ন কনসার্ট-এ।
জানা যাচ্ছে রণবীর-দীপিকা ও রণবীর-আলিয়া একসঙ্গে US সফরে যাচ্ছেন। আমেরিকার বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত কনসার্ট-এ তাদের সিনেমার হিট গানে পারফর্ম করবে এই জুটি। এই ধরণের অনুষ্ঠান এই প্রথমবার হতে চলেছে। ভক্তদের কাছে এটা উড়তি পাওনা। তবে এবছর নয় আরেকটা বছর অপেক্ষা করতে হবে মার্কিন মুলুকের মানুষজনকে। শ্যুটিং নিয়ে এবছর তাঁরা ব্যস্ত। আগামী বছর হতে চলেছে ‘দীপবীর’ ও ‘রণলিয়া’ জুটির US কনসার্ট।