Entertainment

একান্তে ‘বিরুষ্কা ‘

গোয়ায় একান্তে ছুটি কাটাতে উড়ে গেলেন কোহলি দম্পতি

কিছুদিন আগেই শেষ হয়েছে আইপিএল ,সামনেই আসতে চলেছে বিশ্বকাপ। তারই মধ্যে স্ত্রী অনুষ্কা শর্মাকে নিয়ে,  কিছুটা একান্তে সময় কাটাতে ,বিরাট কোহলি উড়ে গেলেন গোয়ায়।অনুষ্কার হাতে এই মুহূর্তে কোনো ছবির কাজ নেই ,নিজের প্রোডাকশন হাউসের কাজ নিয়ে একটু ব্যস্ত, তাই বিরাট বিশ্বকাপের জন্য উড়ে যাওয়ার আগে নিজেদের মতো করে সময় কাটাতেই ব্যস্ত তাঁরা। ইতিমধ্যেই তাঁদের গোয়ায় সময় কাটানোর একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তবে সেই ছবিতে তাঁদের দুজনের সাথে আরো একজন ভদ্র্লোককেও দেখা গেছে ,তিন জনের এই ছবি দেখে ইতিমধ্যে জল্পনাও শুরু হয়ে গেছে।

Show More

Related Articles

Back to top button
%d bloggers like this: