একেবারে ঘরোয়া উপায়ে সমাধান করুন চুলের জেদি সমস্যাগুলির…..
চুল পড়ার সমস্যা থেকে মুক্তি পেতে জেনে নিন কিছু ঘরোয়া টোটকা।

তানিয়া চক্রবর্তী : চুল পড়ার সমস্যায় কম বেশি প্রায় সব মহিলারাই ভোগেন। চুল পড়ার সমস্যার সঙ্গে ড্যান্ড্র্যাফের সমস্যাও ভোগ করেন অনেকেই। এই সব সমস্যা থেকে মুক্তি পেতে হেয়ার প্যাক থেকে শুরু করে পার্লারে গিয়ে হেয়ার ট্রিটমেন্ট, সবটাই প্রয়োগ করেছেন প্রায় সকলেই। কিন্তু সমাধান মেলেনি। এই সব জেদি সমস্যাগুলির সমাধান নিয়ে এসেছি আমরা। একদম ঘরোয়া উপায়ে দূর করুন এই সব জেদি সমস্যায়গুলিকে।
নারকেল তেল – কোকোনাট ওয়েল বা নারকেল তেলে অ্যান্টি-অক্সিডেন্ট এবং অ্যান্টি-ফাঙ্গাল উপাদান যথেষ্ট বেশি পরিমানে থাকে৷ যেটি ড্যানড্রপ তাড়াতে বিশেষ উপযোগী৷ নারকেল তেলকে হালকা গরম করে লেবুর রস মিশিয়ে স্ক্যাল্পে ম্যাসাজ করুন৷ রেখে দিন৷ ৪০ – ৪৫ মিনিট পরে ভাল করে ধুয়ে নিন৷ প্রয়োজনে কোন মাইল্ড শ্যাম্পুও ব্যবহার করতে পারেন৷
সরষের তেল – সরষের তেলেও যথেষ্ট পরিমানে অ্যান্টি-অক্সিডেন্ট থাকে৷ ভারতের উত্তরের বাসিন্দারা সৌন্দর্ষ বৃদ্ধির জন্য প্রচুর পরিমানে সরষের তেলের ব্যবহার করে থাকেন৷ হালকা হাতে স্ক্যাল্পে সরষের তেল দিয়ে ম্যাসাজ করুন। এতে ব্লাড সার্কুলেশন বেড়ে যায়৷ এছাড়া, দ্রুত ফলের জন্য নারকেল এবং সরষের সেলের মিশ্রণ ব্যবহার করতে পারেন৷
অলিভ ওয়েল – রান্নাঘরে অলিভ ওয়েলের জুড়ি মেলা ভার৷ রান্নার এই তেলই সঠিক উপায়ে ব্যবহার করলে আপনার সৌন্দর্যের মাত্রা বেড়ে যেতে পারে অনেকখানি৷ অলিভ ওয়েলে থাকা নানা উপাদান চুলের স্বাস্থ্যের জন্য দারুণ উপযোগী৷ ভাল ফল পেতে দুই চামচ অলিভ ওয়েলের সঙ্গে এক চামচ হলুদ মিশিয়ে নিয়ে স্ক্যাল্পে ম্যাসেজ করুন। এই অবস্থায় এক ঘন্টা রেখে দিন৷ তারপর, শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন৷ ফল পাবেন একেবারে হাতেনাতে৷