Nation
এক্সিট পোল এর রেজাল্টের সাথেই গুঞ্জন তুঙ্গে “এই গেলো কর্ণাটক” !
ভোট ফেরত সমীক্ষা তে রেজাল্ট এর ধারণার সাথে সাথে কর্ণাটকের সরকার ফেলে দেবার চক্রান্ত - অভিযোগ বিরোধীদের।
মঙ্গলবার দিল্লিতে বিরোধী জোটের বৈঠকে গেলেন না কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী, আর এই নিয়ে শুরু জোর জল্পনা।
ভোটবাজারের জল মেপে পা ফেলতে ভালোবাসেন পোড় খাওয়া এই রাজনৌতিক নেতা। জেডিএস-কংগ্রেস জোট বাঁধলেও কর্ণাটকে মোদী ঝড় থামানো যাচ্ছে না বলে ইঙ্গিত দিয়েছে সবকটি সমীক্ষক সংস্থা। এই অবস্থায় কুমারস্বামীর অনুপস্থিতিতে তৈরি হয়েছে জল্পনা, কর্ণাটকে দ্বিতীয় বৃহত্তম দল হলেও বিজেপিকে ঠেকাতে কুমারস্বামীকে মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দিয়েছে কংগ্রেস।কর্নাটকে চলছে জোটের মধ্যে মতবিরোধ , এমনকি প্রকাশ্যে কেঁদেও ফেলেছেন কুমারস্বামী। হতে পারে কেন্দ্র সরকারে যদি বিজেপি আসে তাহলে কর্নাটকে পালা পরিবর্তন হতে পারে।