Entertainment

এক অন্য ধরণের চরিত্রে প্রথমবার দেখা যাবে পাতৌদির নবাবকে

নভদীপ সিংয়ের 'লাল কাপ্তান'-এ নাগা সাধুর ভূমিকায় সইফ আলী খান

‘ইরোস নাউ’-এর প্রযোজনায় নভদীপ সিংয়ের পরিচালনায়  ‘লাল কাপ্তান ‘-ছবিতে প্রথমবার এক নাগা সাধুর ভূমিকায় দেখা যাবে  শর্মিলা পুত্র সইফ আলী খানকে। কিছুদিন আগেই এই ছবিতে সইফ আলী খানের লুকের একটি ছবি প্রকাশ করা হয় প্রযোজক সংস্থা ‘ইরোস নাউ’-এর পক্ষ থেকে। তবে প্রথমে এই ছবির নাম ছিল ‘হান্টার’ পরে নাম পরিবর্তন করে ‘লাল কাপ্তান’ রাখা হয়। ছবির প্রজোযনা সংস্থা থেকে সুনিতা লুল্লা সইফ -এর অভিনয়ের প্রশংসা করে জানান সইফের ঈশ্বরপ্রদত্ত অভিনয় ক্ষমতা।শুটিংয়ের সময় সইফ -এর যে ছবিটি প্রকাশ পায় সেই ছবি দেখে অনেকেই ‘পাইরেটস অফ ক্যারিবিয়ান’ ধারাবাহিকের ‘জনি ডেপ’-এর ক্যাপ্টেন জ্যাক স্প্যারো চরিত্রটির সঙ্গে সইফের এই চরিত্রটির তুলনা করেছিলেন।এমনকি সইফ পুত্র ইব্রাহিম এবং করিশ্মা পুত্র কিয়ান -ও প্রথমবার সইফের লুক দেখে এই একই কথা বলেছিলো। এইকথা জানিয়েছেন সইফ নিজেই। নভদীপ সিং এর আগে  ‘এন এইচ ১০’  পরিচালনা করেছিল যেটি দর্শকমহলে বেশ সাড়া জাগিয়েছিল। তাই ‘লাল কাপ্তান’ নিয়েও বেশ আশাবাদী দর্শক থেকে কলাকুশলী সকলেই। 

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button
%d