এক অভিনব পদ্ধতিতে দুঃস্থদের গোপনে সাহায্য আমির খানের
লরি ভর্তি আটার প্যাকেট আর মধ্যেই রয়েছে টাকা
@ দেবশ্রী : এ এক অভিনব ভাবে মানুষকে সাহায্য করা। করোনা মোকাবিলায় এবার এগিয়ে এলেন বলিউডের পারফেকশনিস্ট আমির খান। দুঃস্থদের সাহায্যের জন্য লরি ভর্তি আটার প্যাকেটে টাকা বিতরণ করছেন তিনি। মঙ্গলবার সকাল থেকে হঠাত্ই বলিউডে শোরগোল পড়ে গিয়েছে, এক টিকটক ভিডি-র মাধ্যমেই সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়েছে এই খবর।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া টিকটক ভিডিওতে দেখা গিয়েছে, দিল্লির এক বস্তি এলাকায় এসে পৌঁছয় এক আটার প্যাকেট ভর্তি লরি। আর প্রত্যেকটি আটার প্যাকেটে আটার সঙ্গে রয়েছে ১৫ হাজার টাকা।
করোনা ভাইরাসের প্রকোপের পর দুঃস্থদের পাশে দাঁড়িয়েছেন বলিউডের অনেকেই। তার মধ্যে সবার আগে নাম এসেছে অক্ষয় কুমারের। অন্যদিকে, সলমন খান, শাহরুখ খান, অভিষেক বচ্চন, অনুষ্কা শর্মা, বরুণ ধাওয়ানরাও নিজের মতো করে অর্থ সাহায্য করেছেন। তবে আমির নিজের আর্থিক সাহায্যের খবরকে গোপন রাখতেই চেয়েছিলেন। কিন্তু রাতারাতি তাঁর এই কাজ ভাইরাল হয়ে যায়।