West Bengal
এক কুম্ভে , এক বৈরাগী – অধীর
বিধানসভার বিরোধী দলনেতা থেকে টিভি আলো করে বসা লোকেদের বাস্তবে লড়াইয়ের ময়দানে পাওয়া গেলো না। কংগ্রেসের লড়াইয়ে সার্বিকভাবে তাদের দেখা পাওয়া গেলো না।
মুর্শিদাবাদ থেকে সমগ্র বাংলার লড়াইয়ের অন্যতম মুখ অধীর চৌধুরী , ভোটের দিন নিজেকে বারেবারে প্রমাণ করতে পেরেছেন , এখন বাংলার কংগ্রেসের লড়াইকে সামনে রেখে , দেশের লড়াইয়ের কথা তুলে ধরলেন আম-জনতার সামনে। ২৩ তারিখে বোঝা যাবে এই লড়াইয়ের সাফল্য কতটা আসবে !