Health

এক দিনে সর্বোচ্চ রেকর্ড, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৩৯০০

দেশে করোনা আক্রান্ত ৪৬ হাজার ৪৩৭জন

প্রেরনা দত্তঃ দেশে নোভেল করোনা আক্রান্তের সংখ্যা ৪৬ হাজার ছাড়িয়ে গেল। যার ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৫৬৬ জন। ফিয়ে বাড়ছে ভারতের করোনা আক্রান্তের সংখ্যা। কোনও ভাবেই রাশ টানা যাচ্ছে না আক্রান্তের সংখ্যায়। আর সেই সঙ্গে করোনা ভাইরাস সংক্রমণের ভয় জাঁকিয়ে বসছে ভারতের বুকে। স্বাস্থ্যমন্ত্রকের হিসেবে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৩৯০০। যা এখনও পর্যন্ত এক দিনে সর্বোচ্চ।

গত কয়েকদিনে দৈনিক যেখানে ২,০০০-এর বেশি করোনা আক্রান্তের হদিশ মিলছিল, গত ২৪ ঘণ্টায় তা একলাফে বেড়ে ৪,০০০-এর কাছে চলে গিয়েছে।আক্রান্তের নিরিখে রাজ্যগুলির মধ্যে এখনও শীর্ষে মহারাষ্ট্র। মোট আক্রান্তের সংখ্যা এখন ১৪,৫৪১জন। আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় স্থানে গুজরাট। সেখানে মোট আক্রান্ত ৫৮০৪ জন। আর রাজধানী দিল্লিতে এখনও পর্যন্ত ৪৮৯৮ জনের শরীরে এই মারণ ভাইরাসের উপস্থিতির প্রমাণ পাওয়া গিয়েছে। অন্যদিকে, তামিলনাড়ুতে ৩ হাজার ৫৫০ জন, রাজস্থানে ৩ হাজার ৬১ জন এবং উত্তরপ্রদেশে ২ হাজার ৭৬৬ জন কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন।

আক্রান্তের পাশাপাশি করোনাভাইরাসের জেরে মৃত্যুসংখ্যাতেও দেশের মধ্যে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। সে রাজ্যে এখনও পর্যন্ত ৫৮৩ জন প্রাণ হারিয়েছেন। গুজরাতে করোনার প্রকোপে এখনও পর্যন্ত ৩১৯জন প্রাণ হারিয়েছেন। কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে দিল্লিতে এখনও পর্যন্ত ৬৪ জন প্রাণ করোনা ভাইরাসের কবলে পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৯৬৩। গত ২৪ ঘণ্টায় নতুন করে রাজ্যে আক্রান্ত হয়েছেন ৪১ জন। কোভিড-১৯ এ মৃতের সংখ্যা ৩৫। যদিও রাজ্য সরকারের হিসাব অনুসারে পশ্চিমবঙ্গে মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১২৫৯। মৃতের সংখ্যা ৬১। করোনায় আক্রান্ত হওয়ার পর রাজ্যে এখনও পর্যন্ত ১৫১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

Show More

Related Articles

Back to top button
%d bloggers like this: