West Bengal
এক যুবকের মৃতদেহ ঘিরে চাঞ্চল্য
ঘটনাটি ঘটেছে উত্তর ছয়ঘড়িয়া কিষাণ রায়। বিকেল বেলা কাজের উদ্দেশ্যে রওনা দেয়। সে পাশে এক ভেরিতে কাজ করে। তখন শ্যালো মেশিন এর কারেন্টের তার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান কিষান রায়। বাড়ির লোকের অভিযোগ বিকেল সাড়ে চারটের সময় ও কারেন্টের শট খায় কিন্তু রাত্তির সাড়ে সাতটার পড়ে পাড়ার লোকের কাছে জানতে পারি আমার যেটা কারেন্টের শট খেয়ে মারা গেছে। আমাদের দাবি আমাদের বাড়ি থেকে 10 মিনিটের রাস্তা কেন ভেরি মালিক আমাদের খবর দিল না। আমাদের মন হয় আমার জ্যাঠা কারেন্টের শট খাইনি। আমার যেটাকে পরিকল্পনা ভাবে মেরেছে। আমরা চাই সঠিক বিচার।