তিলজলায় বিক্ষোভের মুখে পড়তে হলো বিজেপি প্রার্থী রাহুল সিনহাকে। ঘটনাটি ঘটেছে উত্তর লোকসভা কেন্দ্রের অন্তর্গত এন্টালি বিধানসভা কেন্দ্রের তিলজলা কেজি বসু সরণির ১৭৬ ও ১৭৭ নম্বর বুথে। এই দুটি বুথে ছাপ্পা ভোট চলছে এমন অভিযোগ পেয়ে বুথ পরিদর্শনে যান উত্তর কলকাতার বিজেপি প্রার্থী রাহুল সিনহা। সেখানে গিয়ে প্রিসাইডিং অফিসারের সঙ্গে কথাও বলেন। তিনি যখন প্রিসাইডিং অফিসারের সঙ্গে কথা বলতে যান তখন পর্যন্ত পরিস্থিতি শান্তই ছিল। কিন্তু কথা বলে বেরোনোর সময়ই হটাৎই স্থানীয় বাসিন্দাদের একাংশ তাঁকে ঘিরে ‘চোর হ্যায়’ স্লোগান দিতে শুরু করেন। এই ঘটনার পরই তিনি তাড়াতাড়ি করে বুথ ছেড়ে চলে যান। এই ঘটনায় অভিযোগের তীর উঠেছে তৃণমূল কংগ্রেসের দিকে।
With Product You Purchase
Subscribe to our mailing list to get the new updates!
Lorem ipsum dolor sit amet, consectetur.
Related Articles
Check Also
Close