Life Style
এন জয় গুরু , জীবন আর ক’দিনের , গানের সাথে মস্তি করো
জীবনের সাথে আনন্দ করো, ফুর্তি করো নিয়ম মেনে : প্রাণ গোবিন্দ বসাক
কয়েক লক্ষ লক্ষ গানের সংগ্রহ , বলা যায় সংগ্রহের তালিকায় কে নেই , সব ধরণের গান তার সংগ্রহে। আমরা লক্ষ করলাম ওনার গাঁটের মধ্যে একগোছা পেনড্রাইভ, যার সব কটাই নিদেন পক্ষে ৩২ জিবির। কানে রয়েছে হেড ফোন সঙ্গে মোবাইল ও সাথে OTG । কি গান শুনবেন বলুন এখনই শোনাবেন প্রাণ গোবিন্দ বাবু।
ক্লান্তি নেই , আর ৩৩ মাস চাকরী বিএসএনএল-এ। তাতে কি ! গান তো আছে।
ওপিনিয়ন টাইমস এর ইনপুট এডিটর রাহুল গুপ্তর সাথে দেখা, রাজভবন যাবার পথে, হই হই করে কথা বলছেন যেন সব সুখের অধিকারী , এটাই কজন পারে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন , বিরল মনের মানুষ।