Culture
এবারে থিমে হাতে খড়ি , তবে চমক অপেক্ষা করছে : হিন্দুস্থান ভলেন্টিয়ার্স এয়ারপোর্ট ১ নম্বর দূর্গা পুজো কমিটি
পাড়ায় পাড়ায় দূর্গা কথায় আমরা পৌছে গেছিলাম এক ঐতিহ্যবাহী কালীমন্দিরে দূর্গা কথায়। জনতার ঢল নাম অঞ্জলিদিতে , মন্দিরের মাহাত্য দশ দিকে ছড়িয়ে গেছে তাই নতুন করে প্রচারের দরকার হয় না।
এবার থিম করতেই হবে যুগের সাথে তাল মিলিয়ে , শিল্পী ডেকোরেটর-প্রতিমা- আলো-আবহ সব মিলিয়ে বেশ জোরদার প্রস্তুতি চলছে। নজর কাড়বে দর্শকদের বলে আত্মবিশ্বাসী উদ্যোক্তারা। পাড়ার দুর্গারাও বেশ তৈরি এবারের কলকাতার সব পুজোর সাথে পাল্লা দিতে প্রতিযোগিতার আসরে। কর্মকর্তা জানালেন পুজপুর পাশাপাশি ক্লাব সারা বছর সমাজসেবা ও খেলা ধুলো চালিয়ে যাচ্ছে বরাবর।