এবার এক নতুন রূপে পিচাই।
গুগল এর সাথে এবার Alphabet -র দায়িত্বেও ভারতের সুন্দর পিচাই।
@ দেবশ্রী : গুগল এর অধিকর্তার কাঁধে যুক্ত হল আরেক দায়িত্ব। এবারে Alphabet -র দায়িত্বও যোগ হল সুন্দরের। ল্যারি পেজ ছেড়ে দিলেন নিজের স্থান। গুগলের সহ প্রতিষ্ঠাতা ল্যারির জায়গায় Alphabet -র দায়িত্ব এখন গুগল এর সিইও সুন্দর পিচাই এর উপর। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর হল, পৃথিবীর অন্যতম দামী কোম্পানির এই বড় বদল। Alphabet-র রোজকার কার্যক্রম দেখাশোনার জন্য আর যুক্ত থাকছেন না ল্যারি পেজ ও সার্জেই ব্রিন। এই বড় ঘোষণাটি হয় মঙ্গলবার।তবে কোম্পানির রোজকার কাজ দেখার দায়িত্বে না থাকলেও নিজেদের বোর্ড সিট ধরে রাখছেন। ষ ব্রিন অ্যালফাবেটের প্রেসিডেন্টের পদেই থাকবেন তাঁরা।
২০০১ থেকে অ্যালফাবেটের প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন ল্যারি পেজ। এই প্রথম এই কোম্পানির রোজকার কোনও কাজের সাথে যুক্ত রইলেন না তিনি । ২০০১ সালে এরিক স্কিমিডের কাছ থেকে কোম্পানির দায়িত্ব নিয়েছিলেন তিনি। ১০ বছর পরে আবারও তিনি Google -র দায়িত্ব নিয়েছিলেন স্কিমিডের হাত থেকেই ।
পেজ ও ব্রিন মঙ্গলবার নিজেদের ঘোষণায় জানিয়েছেন , ‘আমরা Google আর Alphabet-র কাছে দীর্ঘ সময়ের জন্য দায়বদ্ধ। আমরা বোর্ড সদস্য হিসেবে থাকছি। পাশাপাশি শেয়ারহোল্ডার ও সহ প্রতিষ্ঠাতাও থাকব । তবে রোজকার কাজের সাথে যুক্ত থাকব না, সেটা এখন থেকে দেখবে সুন্দর। পাশাপাশি আমরা যেটা নিয়ে প্যাশনেট ছিলাম সেটা নিয়েও নিয়মিত ওঁর সাথে কথা বলব। ‘
এই মুহূর্তে বিশাল সাম্রাজ্যের উত্তরাধিকারী হলেন সুন্দর পিচাই। শেষ কয়েক বছরে জনতার কাছে গুগলের মুখ ভারতের সুন্দর পিচাই । প্রেসিডেন্টের সঙ্গে দেখা করা কংগ্রেসে টেস্টিফাই করা থেকে শুরু করে ডেভলপারদের কনফারেন্স ও বিনিয়োগকারীদের সঙ্গে কথা বলা সবটাই তিনিই দেখেন । পিচাইয়ের সময়ে গুগলের ব্যপ্তি আরও অবেক বাড়ানোর চেষ্টা করা হয়েছে । তবে এই মুহূর্তে সংবাদমাধ্যমের কাছে অনেক কিছু অনাকাঙ্খিত সত্যিও বেরিয়ে আসছে । সাম্প্রতিক অক্টোবরের একটি বৈঠকে সুন্দর পিচাই গুগলের বিশুদ্ধতা নিয়ে কাজ করার কথা বলেছেন।
তবে, এমন একটি খবরে অবশ্যই গর্বিত সুন্দরের পরিবার। গর্বিত সারা ভারতবর্ষ।