এবার জমিয়ে উপভোগ করা যাবে শীতের আমেজকে।
বুলবুলের তান্ডবলীলা উত্তুরে হাওয়া ঢুকতে দিচ্ছে না বাংলায়, কিন্তু তাতেও ধীরে ধীরে নামছে পারদ মাত্রা।
@ দেবশ্রী : শীত কবে থেকে জাঁকিয়ে রাজ্যে আসবে তা নিয়ে চলছিল বহু সমালোচনা। আবহাওয়া দফতর জানিয়েছিল আগামী সপ্তাহ থেকেই, শীতের আমেজ বেশি করে পড়বে। তবে শীত আসতে একটু দেরি করতে পারে। তবে নভেম্বর মাসের মাঝামাঝিতে শীতের কামড় খেতে শুরু করেছেন মানুষ। কমছে তাপমাত্রা রাজ্যে। .সোমবার রাট থেকেই তারই অভ্যাস পাওয়া যাচ্ছে। শীত রাজ্যের দোরগোড়ায় এসে গেছে প্রায়। আবহাওয়া দফতর সূত্রে জানা যায় আগামী দিনে শীতের প্রভাব আরও বাড়বে, বিশেষত রাতে ও সকালে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে এই শীতের আমেজটা এখন বেশ কিছুদিন থাকবে। বৃহস্পতিবার আকাশ থাকবে পরিষ্কার। রোদ করবে ঝলমল। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে এই দিন ২৮ ডিগ্রী সেলসিয়াস। এবং সর্ব নিম্ন তাপমাত্রা থাকবে, ১৮ ডিগ্রী সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রী কম থাকবে। বাতাসে সর্বোচ্চ আর্দ্রতার পরিমান থাকবে, ৬১% আর সর্বনিম্ন ৪১ % । অত এব এই মুহূর্তে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।
বুলবুলের তান্ডবের পর, তাপমাত্রার পরিমান কমলেও শীতকে থিতু করতে পারবেনা বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। আবহাওয়াবিদদের মতে, পশ্চিমি ঝঞ্ঝার কারনে, তুষারপাত শুরু হয়েছে কাশ্মীরে। কিন্তু বুলবুলের কারনে বঙ্গোপসাগরে, জল হাওয়া ঢুকছে আর সেই হাওয়াই বাংলাতে উত্তরের হাওয়াকে ঢুকতে বাঁধা দিচ্ছে। বঙ্গের উপর যখন বুলবুলের প্রভাব পুরোপুরি ভাবে কাটবে, তখনই উত্তুরে হাওয়া আসবে বাংলাতে। তারপরেই তাপমাত্রা কমবে।
তবে এই প্রভাব যে টানা চলবে এমন বলা যাচ্ছে না। মনে করা হচ্ছে এই প্রভাব হবে সাময়িক। কলকাতার তাপমাত্রা যতখন না ১৪-১৫ ডিগ্রিতে এসে নামছে ততক্ষন শীতের আগমনের কথা নিশ্চিত রূপে ঘোষণা করতে পারছে না আবহাওয়া দফতর কর্তৃপক্ষেরা। তাই যতক্ষণ না তাপমাত্রার পারদ পুরোপুরি ভাবে কমছে, শীত এসেছে এমনতা বলতে পারছেন না আবহাওয়াবিদরা। .