Entertainment

এবার বিতর্কের মামলা মহানায়কের কাজ নিয়ে।

নতুন ধরনের দৃষ্টিভঙ্গি তৈরী করতে গিয়ে আইনি বাঁধায় দাঁড়িয়ে গেলেন পরিচালক প্রবীর রায়।

@ দেবশ্রী : মহানায়ক উত্তম কুমারকে নিয়ে আজ পর্যন্ত অনেক সিনেমা হয়েছে। পরিচালক প্রবীর রায় বলেন, উত্তম কুমারের উপর আজ পর্যন্ত যে যে সিনেমা গুলি তৈরী হয়েছে তার বেশির ভাগ গুলোই অতিরঞ্জিত। আর বেশির ভাগ চলচ্চিত্রই তার ব্যক্তিগত জীবনে আলোকপাত করতে চেয়েছিলো। তাই একটি নতুন ধরনের সিনেমা তৈরী করতে চান পরিচালক প্রবীর রায়। তাঁর এই নতুন ছবির নাম, ‘ যেতে নাহি দিব ‘। কিন্তু উত্তম কুমারকে নিয়ে তৈরী এই ডকুমেন্টারি ফিচার ফিল্মে পড়লো এক আইনি বাঁধা। আর এই আইনি বাঁধা এসেছে স্বয়ং মহানায়কের পরিবারের পক্ষ থেকে।

মহানায়কের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয় যে, এই সিনেমাতে উত্তম কুমার ও তাঁর করে যাওয়া কাজকে অসম্মান করা হয়েছে, তাঁর মর্যাদা ক্ষুণ্ন হয়েছে এই ছবিতে। আর সেই নিয়ে আলিপুর আদালতে মামলা করেন মহানায়কের পরিবার। আগামী ২২ শে নভেম্বর এই সিনেমার মুক্তি পাওয়ার কথা ছিল, যেতে নাহি দিব সিনেমার। কিন্তু মামলার কারনে ছবির মুক্তিতে আপাতত স্থগিতাদেশ এর নির্দেশ দিয়েছেন আদালত। আগামী ২ ডিসেম্বর পর্যন্ত আপাতত এই সিনেমা মুক্তির উপরে স্থগিতাদেশ রয়েছে।

মহানায়ক উত্তম কুমারের সাথে যে যে অভিনেত্রী কাজ করেছিলেন যেমন, সুপ্রিয়া দেবী, সুচিত্রা সেন, মাধবী মুখোপাধ্যায়, কানন মুখোপাধ্যায়, সাবিত্রী চট্ট্যোপাধ্যায় আরও অনেকের বেশ কিছু অংশকে এই ছবিতে তুলে ধরেছেন পরিচালক প্রবীর রায়।

পরিচালক বলেছেন, এই সিনেমাতে উত্তম কুমারের কাজের ব্যাপারেই এই সিনেমা আলোকপাত করেছে। এর আগেও অনেক ছবি তৈরী হয়েছে তার ব্যক্তিগত জীবন নিয়ে কিন্তু তিনি এই ছবিতে কোনো ব্যক্তিগত বিষয়ে আলোকপাত করতে চাননি। তাঁর ব্যক্তিগত জীবনের সিনেমা গুলিতে বেশ কিছু স্ক্যান্ডাল দেখানো হয়েছে কিন্তু সব শেষে তিনি মহানায়ক। আর এই ছবি কেবল তার কাজের উপর দৃষ্টিপাত করেই তৈরী করা হয়েছে।

ছবিতে প্রধান চরিত্রে অর্থাৎ মহানায়কের চরিত্রে দেখা যাবে, নীল মুখোপাধ্যায়কে। কানন দেবীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে শকুন্তলা বড়ুয়াকে। এছাড়াও এই ছবিতে রয়েছেন স্বস্তিকা দত্ত।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button
%d bloggers like this: