প্রেরণা দত্ত : দুর্গাপূজা উপলক্ষে যখন সেজে উঠেছে সারা দেশ, তখন এই শুভক্ষণেই লক্ষ্মীরূপে আবির্ভূত হলেন খিলাড়ি অক্ষয় কুমার। শুনে অবাক হচ্ছেন নিশ্চয়ই। অক্ষয় নিজেই লক্ষ্মী বেশে এই লুক শেয়ার করেছেন। ছবিতে অক্ষয় দেবী দুর্গার সামনে দাঁড়িয়ে। তাঁর পরনেলাল শাড়ি, কোলা ব্লাউজ, কপালে লাল বড় টিপ, হাতে লাল চুড়ি। এই ছবি প্রকাশ্যে আসতেই রীতিমতো ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়া জুড়ে। লক্ষ্মী বম্ব ছবিতে এই রূপে দেখা যাবে অক্ষয়কে।
ইন্ডিয়া টিভি নিউজ এর অনলাইন সংস্করণে প্রতিবেদনে জানা যায় ,”লক্ষ্মী বম্ব ” নামে আরেকটি ছবি নিয়ে আসতে চলেছে অক্ষয়।ছবির ক্যাপশনে অক্ষয় লিখেছেন, “নিজের অন্তরের দেবীকে নবরাত্রিতে উজ্জীবিত করে তুলুন এবং নিজের অসীম শক্তির উদযাপন করুন। এই উৎসবে লক্ষ্মী রূপে আমার লুক শেয়ার করছি। এই চরিত্রে অভিনয় করতে একই সঙ্গে আমি খুব এক্সাইটেড ও নার্ভাস। কিন্তু আসলে যেখানে স্বাচ্ছন্দ্য শেষ সেখানেই জীবনের শুরু হয়-তাই না?”
নারীর মতো শাড়ি পড়া ,এরম রূপে অক্ষয় কে দেখে অনেকের চোখ এ ছানাবড়া। কিয়ারা আদভানি ও এই ছবি তে কাজ করছে।আগামী বছরের ৫ই জুন ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। রাঘবা লরেন্স পরিচালিত এই ছবি। এই ছবির প্রযোজনা করছেন তুষার কাপুর ও শাবিনা খান।