Uncategorized

এবিভিপিকে গো হারান হারিয়ে, বারাণসীর সম্পূর্ণানন্দ সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে জয়লাভ এনএসইউআই-এর।

মোদী সরকারের নিজের কেন্দ্রের মধ্যে এবিভিপির বদলে জয় লাভ অন্য দলের। তবে সুরক্ষা বজায় রাখতে কোনো বিজয়ী মিছিল না করার সির্ধান্ত উপাচার্যের।

@ দেবশ্রী : বর্তমান সময়ে জেএনইউতে ঘটে যাওয়া হামলা নিয়ে, অভিযোগের তীর ছোঁড়া হয়েছে এবিভিপির বিরুদ্ধে। তবে তারা সেই অভিযোগ অবিকার করে। আর এবারে মোদির কেন্দ্রের মধ্যেই বিজেপি সমর্থিত এবিভিপি হেরে যায়। বারাণসীর সম্পূর্ণানন্দ সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে, কংগ্রেসের ছাত্র শাখা ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়া (‌এনএসইউআই)‌। তারা হারিয়েছে আরএসএসের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (‌এবিভিপি)‌-কে।

সভাপতি পদে এনএসইউআইয়ের শিবম শুক্লা বিপুল ব্যবধানে হারান এবিভিপির হর্ষীত পাণ্ডেকে। সহ সভাপতি পদে জিতেছেন এনএসইউআইয়ের চন্দন কুমার মিশ্র। সাধারণ সম্পাদক পদে কংগ্রেসের ছাত্র সংগঠনের পক্ষে জয়লাভ করেছেন অভনীশ পাণ্ডে। এবং লাইব্রেরিয়ান পদে জিতেছেন রজনীকান্ত দুবে।

সভাপতি পদে শিবম শুক্লা পেয়েছেন ৭০৯ ভোট। এবিভিপির হর্ষীত পাণ্ডে সেখানে পেয়েছেন মাত্র ২২৪টি ভোট। সহ সভাপতি পদে চন্দন কুমার মিশ্র পেয়েছেন ৫৫৩ ভোট। সাধারণ সম্পাদক পদে অবশ্য লড়াই হয়েছে। ৪৮৭ ভোট পেয়ে জিতেছেন অভনীশ পান্ডে। এবিভিপির গৌরব দুবে সেখানে পেয়েছেন ৪২৪ ভোট। লাইব্রেরিয়ান পদে রজনীকান্ত দুবে পান ৫৬৭ ভোট। এবিভিপির অজয় কুমার মিশ্র সেখানে পেয়েছেন ৪৮২ ভোট।

গন্ডগোল এড়াতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাজারাম শুক্লা জানিয়ে দিয়েছেন জয়ের পর ক্যাম্পাসের ভিতরে কোনওরকম বিজয় মিছিল করা যাবে না। ইতিমধ্যেই জয়ী প্রার্থীদের পুলিশি পাহারায় বাড়ি পাঠানো হয়েছে। সবার সুরক্ষার স্বার্থেই এমন সির্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় উপচার্য।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button
%d bloggers like this: