Women
এভারেস্ট-এ পাড়ি পিয়ালীর
মঙ্গলবার বিকালে বহু শুভাকাঙ্খির সংবর্ধনা নিয়ে এভারেস্ট জয়ের লক্ষ্যে পাড়ি দিলেন চন্দননগরবাসী শিক্ষিকা পিয়ালি বসাক। তিনি জানান ৭ বা ৮এপ্রিল নাগাদ বেসক্যাম্প থেকে রওনা দেবেন এবং ২০ থেকে ২৫ শে মে -এর মধ্যে এভারেস্ট জয়ের পরিকল্পনা করেছেন।এর আগে ২৭ সেপ্টেম্বর ২০১৮ ৮১৬৩ মিটার উচ্চতার মানাস লোর চূড়া স্পর্শ করেছিলেন পিয়ালী।