এ দেহ কার ? গ্রাম জুড়ে চাঞ্চল্য
যুবকের মৃতদেহকে ঘিরে এলাকায় চাঞ্চল্য সালানপুর – সাত সকালেই বারাবনী থানার অন্তর্গত পানুড়িয়া পঞ্চায়েত এর কাশকুলি গ্রামে বছর ৩৫ এর এক যুবকের মৃত দেহ কে ঘিরে এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়ায় । স্থানীয়রা জানায় .
সোমবার সকালে কাশকুলি গ্রামেরই নদী তীরবর্তী এলাকার এক বালির স্তূপে এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে গ্রামের বাসিন্দারা । মৃত ব্যক্তির নাম জমাদার টুডু ওই গ্রামেরই রাম ঘোষ নামে এক ব্যক্তির বাড়িতে গাড়িচালকের কাজ করতেন । গ্রামের বাসিন্দারা বারাবনী থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে মৃত ব্যক্তির বাড়ির লোকেদের খবর দেওয়া হয় । বাড়ির লোকেরা ঘটনাস্থলে এলে মৃত দেহটিকে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয় ।পুলিস সূত্রে জানা গেছে মৃত ওই ব্যক্তিটি ঝাড়খণ্ড এর গেরিয়া থানার থানার জামদহী গ্রামের বাসিন্দা ম্যানেজার টুডুর ছোট ছেলে জমাদার টুডু ।
পিতা ম্যানেজার টুডু জানান যে জমাদার তার ছোট ছেলে . কর্মসূত্রে কাশকুলি গ্রামেই ট্রাক্টর মালিক রাম ঘোষের বাড়িতে থেকেই গাড়ি চালকের কাজ করত । সকালে খবর পেয়ে ছুটে আসি । তার বাড়িতে তার পুত্র বধূ সহ তার পাঁচ বছরের পুত্র ও আড়াই বছরের এক কন্যা সন্তান রয়েছে । তিনি জানান মৃত ওই ব্যক্তির কানে থেকে রক্ত বেরহয়েছিল । সেই থেকেই পরিবারের লোকেদের মনে সন্দেহ দানা বেঁধেছে। মৃতের বাবা এই মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন। তবে পুলিস এবিষয়ে তদন্ত করার আশ্বাস দিয়েছেন