ওদিকের মদন ও এদিকের বিকাশ দুজনেও শারীরিক ভাবে আক্রান্ত হলেন
উত্তেজনা রাজ্যের ৯ টি কেন্দ্রে
মদন মিত্রের ওপর হামলার অভিযোগ।পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ। মদন মিত্রের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর বচসা। আহত হয়েছেন এক অফিসারও। কাঁকিনাড়া হাইস্কুল বুথে উত্তেজনা।
একটি বুথের সামনে ‘বোমাবাজি’। বাইকে করে এসে বোমাবাজির অভিযোগ।আহত হয়েছেন এক ভোটার। রবীন্দ্রসরণিতে ঘটনার রিপোর্ট তলব করেছে কমিশন।
এলাকায় ধুন্ধুমার।ঘটনাস্থলে গিয়ে আক্রান্ত কুইক রেসপন্স টিমও। শাসনে বিজেপির হয়ে ভোট করানোর অভিযোগ আধাসেনার বিরুদ্ধে।
বিশেষজ্ঞদের কাছে রিপোর্ট চেয়ে পাঠাল কমিশন।শেষ দফায় বিভিন্ন বুথ থেকে ইভিএম খারাপের অভিযোগ।
এলাকায় উত্তেজনা, ঘটনাস্থলে আসেন এসিপি ওয়ান অভিষেক গুপ্তা।পানিহাটিতে তৃণমূলের বুথ ভাঙচুরের অভিযোগ। ।
ভাঙড়ে বিক্ষোভের মুখে বিকাশরঞ্জন ভট্টাচার্য, সকাল থেকেই উত্তেজনা ছিল সব বুথেই , বেলা ১২.৩০ মিনিটে বিকাশ বাবু ভোট পরিদর্শনে গেলে তাকে বুথে ঢুকতে দেবে না তৃণমূল কংগ্রেস এর আরাবুল বাহিনী। বিতর্ক থেকে হাত হাতি ছেড়ে দেবার পাত্র কেওই নয়, কেন্দ্রীয় পুলিশ বাহিনীর হস্থ খেপে থিম যায় গন্ডগোল।