“ওদের মুখে হাসি আমরা সকলে খুশি”, দিন না একটু হাতটা বাড়িয়ে . ফিরুক ওদের খুশি !
২০১৯ শারদ শুভেচ্ছায় অভিনেতা রাহুল বর্মন একটি মানবিক আবেদন জানালেন , "ওদের মুখে হাসি আমরা সকলে খুশি "।দিন না একটু হাতটা বাড়িয়ে , ফিরুক ওদের খুশি। আনুন্দ ভাগ করার মাঝে শারদ উৎসব হোক সুখময়।
টালিগঞ্জের ব্যস্ত অভিনেতা রাহুল বর্মন ওপিনিয়ন টাইমস এর পক্ষে সবার কাছে একটি মানবিক আবেদন করলেন।দিন না একটু হাত তা বাড়িয়ে। “ওদের মুখে হাসি আমরা সকলে খুশি ” এই উদ্যোগে সকলের কাছে আবেদন জানালেন যে, ” আপনি আপনার পরিবারের পুজোর পোশাক কেনার সময় দেখুন না আসে পাশের অনেকেরই নতুন পোশাক কেনার ক্ষমতা নেই। তাদের মধ্যে একজন কে যদি নতুন পোশাক কিনে দিয়ে ওদের মুখের হাসি ফোটাতে পারেন তাহলে এর থেকে আর এই পুজোর কোন পুরস্কার হয়না ।
পাড়ায় পাড়ায় দূর্গা কথা ,শুধু মাত্র ১৮ দিন বাকি। ওপিনিয়ন টাইমস এর ক্যামেরা ঘুরছে কলকাতায় , এবছরের প্রস্তুতি কেমন হচ্ছে , সেই খবরা খবরের খোঁজে ওপিনিয়ন টাইমস । । নজর রাখুন সঙ্গে থাকুন : http://www.opiniontimes.in // আমাদের ফেইসবুক পেজ : https://www.facebook.com/pg/opiniontimes.in
আমাদের সাথে কথা বলুন :৮০১৭৪০২৪৩৯