Entertainment
“ওনলি ফর সিঙ্গেল” নতুন শহরে ৬ জন অল্প বয়েসীদের কি স্বপ্ন সফল হবে ?
একই ছাদের তলায় অনেক স্বপ্ন নিয়ে অচেনা শহরের কেমন কাটলো ? অল্প বয়েসীরা ভিন্ন্য পেশায় যেতে চাইলেও সমস্যা একটা , সমাজের মায়া চক্ৰে পরে যায়।
নতুন হিন্দি ছবি আসছে , মজার মধ্যে বাস্তব চিত্র , সমাজের ভিন্ন্য পেশায় সমস্যা একটাই ছড়িয়ে রয়েছে পাপের জাল। কখন কাকে জড়িয়ে দেয়। তেমনই কেউ অভিনয় করতে চায় কেও বা ছবি আঁকে আবার কেও বা আইনজীবী , রেহাই নেই অচেনা শহরে। নতুন পেলেই খাবলে খাবে , এই দশাতে পড়ে হারিয়ে যাবে জীবন থেকে। এক পরিচয়ে বাড়ি থেকে বেরিয়ে স্বপ্নের খোঁজে অন্য পরিচয় নিয়ে বাড়িতে ফেরত যেতে হবে। আর এই কান্না হাসির মধ্যে সমাজের বিষাক্ত হলুদ চোখের মানুষ গুলো খুবলে নেবে ওদের জীবন। ২৮সে জুন থেকে শুরু।