ওপিনিয়ন টাইমস এর দফতরে এলো বিজেপি প্রার্থী রাহুল সিনহার ফোন -৭৪৪৭১১৮৭৪৮
সামনে ভোট, লক্ষ্য দিল্লী: প্রচারেই কোটির কাছে খরচের সম্ববনা ! উত্তর কলকাতা
উত্তর কলকাতার বিজেপি প্রার্থী রাহুল সিনহার তরফ থেকে ফোন এলো ওপিনিয়ন টাইমস এর দফতরে( এডিটর আউটপুট এর কাছে )অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা বার্তা ,রাহুলবাবু আপনাকেও শুভেচ্ছা ওপিনিয়ন টাইমস এর পক্ষ থেকে। যদিও ওপিনিয়ন টাইমস এর অফিস দক্ষিণ কলকাতায়। ভোট কে সামনে রেখে বার কয়েক বার মোদী সাহেবের কণ্ঠস্বর বেজে উঠেছে “নতুন ভারত বানাতে বিবিধ বিবিধ”। .
প্রশ্ন ডিজিটাল প্রচার এতো বেশি মাত্রায় হচ্ছে তার ফলে ভোটের পরে বাজারে টান পড়বে ভাঁড়ারে বলছেন অর্থনীতির পন্ডিতরা। এবারে প্রচারের প্রবণতা ও খরচের পরিমান অন্য বারের থেকে অনেক বেশি। আর একটা জিনিস লক্ষ করা যাচ্ছে প্রার্থী যা খরচ করছে তার অনেক গুন্ বেশি খরচ করছে তার অনুগামী ব্যাবসায়ী , রোড কন্ট্রাক্টার , সাপ্লায়ার , প্রোমোটার ইত্যাদি ইত্যাদি , খরচের হিসেব মিলবে না এই ক্ষেত্রে কমিশনের , কারণ খোলা বাজারে কেনা বেচার পরিমান অনেক বেশি। কমিশনের কোন সেই অর্থে মাপকাঠি নেই নির্নয় করা একটি কেন্দ্রে কটা ব্যানার , কটা হোডিং লাগলো তার পরিমাপ করার । সেই লোকসংখ্যা থাকলেও হিসেবে করা সম্ভব নয়।যদি উত্তর কলকাতার ভোট দাতার সংখ্যা ১৪,৩৩,৯৮৫ এর কিছু বেশি যা শেষ পর্যন্ত তথ্য পাওয়া যাচ্ছে , তাহলে এই ফোন যদি ১০ পয়সা কল প্রতি হয় তাহলে কত টাকা লাগতে পারে আন্দাজ করুন আরও -মহার্ঘ হতে পারে যদি বারকয়েক হয় যা হচ্ছে মোদী সাহেবের দিল্লী থেকে। আপনি একটু ঘুরে আসুন বড় বাজার চায়না মার্কেট , ত্রিপল পট্টি , বাগৰি মার্কেট , এম জি রোড লাগোয়া রাস্তায় তাহলেই বুঝতে পারবেন।তার পর যদি ভোটে দান- দয়ার গল্প হয় তাহলে তো সোনায় সোহাগা।প্রশ্ন আমাদের গণতন্ত্র কি এভাবেই এক শ্রেণীর হাতে পুতুল হয়ে থাকবে। খোঁজ করবে ওপিনিয়ন টাইমস – লক্ষ রাখুন নজর রাখুন http://www.opiniontimes.in