Entertainment
কঙ্গনার বিরুদ্ধে এফ আই আর আদিত্যর
যৌন হেনস্থার অভিযোগের পাল্টা বদলা নিলেন আদিত্য ,এফআইআর করলেন কঙ্গনার বিরুদ্ধে
প্রায় ১৩বছর আগে আদিত্য পাঞ্চালি নাকি তাঁকে যৌন নিগ্রহ করেছিল। এক সাক্ষাৎকারে এমনি অভিযোগ এনেছিলেন বলিউড কুইন কঙ্গনা রানাওয়াত ও তাঁর বোন রঙ্গোলি । এবার এই ঘটনার প্রতিবাদে বলিউড কুইনের বিরুদ্ধে , এফআইআর দায়ের করলেন ‘রেস ২’ খ্যাত এই অভিনেতা। কঙ্গনার আইনজীবী তাঁর বিরুদ্ধে ধর্ষণের হামলা করার হুমকি দেওয়াতেই তিনি এই ব্যবস্থা নিয়েছেন বলে জানিয়েছেন এই অভিনেতা। এই ব্যাপারে পুলিশকে জিজ্ঞাসা করা হলে এক পুলিশ আধিকারিক জানান অভিযোগ পেয়ে তাঁরা কঙ্গনার বয়ান রেকর্ড করেছেন। আদিত্যর যৌন হেনস্থার ঘটনার ব্যাপারে তাঁর স্ত্রীও সবকিছু জানতো বলে জানা গেছে। তবে অনেকেই মনে করছে আদিত্যর বিরুদ্ধে যে যৌন হেনস্তার অভিযোগ এনেছিল অভিনেত্রী, এফআইআর করে তারই বদলা নিলেন তিনি।