কমতে পারে গৃহঋনে সুদের হার ,ফের রেপো রেট কমাল রিজার্ভ ব্যাঙ্ক
পরিকল্পনায় সুখী গৃহকোণ
বৃহস্পতিবার নয়া রেপো রেট ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক। তাতে ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে ৫.৭৫ শতাংশ হয়েছে, তারফলে ২০১০ সালের জুলাই মাসের পর থেকে সর্বনিম্ন।
রিজার্ভ ব্যাঙ্ক এর গভর্নর শক্তিকান্ত দাস নেতৃত্বাধীন রিজার্ভ ব্যাঙ্কের ছয় সদস্যের আর্থিক নীতি নির্ধারণ কমিটি সম্প্রতি এই সিদ্ধান্ত নিয়েছে, নয়া রেপো রেট ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক।
জেনে রাখা ভালো – সেটাই রেপো রেট , যে সুদের হারে রিজার্ভ ব্যাঙ্ক বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককে ঋণ দেয় সেটা । বিভিন্ন ব্যাঙ্ক থেকে যে হারে রিজার্ভ ব্যাঙ্ক ঋণ নেয়, তাকে বলে রিভার্স রেট। রেপো রেট কমানোয় রিভার্স রেপো রেট দাঁডি়য়েছে ৫.৫০ শতাংশে।
এই বছরে তিন বার রেপো রেট কমাল রিজার্ভ ব্যাঙ্ক। ফেব্রুয়ারি এবং এপ্রিল মাসে রেপো রেট কমিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক। এই ক্ষেত্রে উপকৃত হবে সাধারণ মানুষ। শুধু বাড়ির ঋণ নয় কমতে পারে অন্য ঋণও।