West Bengal

করোনার আঁধারে দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার

মেয়ের নাম দিলেন করোনা!

প্রেরনা দত্তঃ দ্বিতীয়বার মা হলেন আরামবাগের তৃণমূল কংগ্রেস সাংসদ অপরূপা পোদ্দার। কন্যাসন্তানের জন্ম দিলেন তিনি, আর নাম রাখলেন করোনা। সক্কলকে চমকে দিয়েছেন তিনি। বৃহস্পতিবার শ্রীরামপুরের হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন সাংসদ। অপরূপার স্বামী জানিয়েছেন, বাড়ির নাম তাঁরা রাখলেও ‘ভালো নাম রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।’

মা ও কন্যা – দু’জনেই সুস্থ রয়েছেন বলে হাসপাতাল সূত্রে খবর। পরিবারের নতুন সদস্যের আগমনে সকলেই খুশি। করোনা আর লকডাউনের বিমর্ষ দিনগুলোয় যেন খুশির ঝিলিক ফিরিয়ে আনল এই সদ্যোজাত। অপরূপার স্বামী তথা রিষড়া পুরসভার তৃণমূল কাউন্সিলর মহম্মদ সাকির আলি জানান, ‘দিদি (মুখ্যমন্ত্রী) আসল নাম রাখবেন। ডাকনাম রাখলাম আমরা। আশা করছি, মেয়ের নাম রাখার সময় থেকেই পৃথিবী থেকে বিদায় নেবে করোনাভাইরাস।’

আজকের এই শুভ দিনটিতে মা হওয়ার পর ভীষণ খুশি অপরূপা ওরফে আফরিন আলি। তিনি বলছেন, ঈশ্বর, আল্লা, যিশু – সকলের কাছে তাঁর একটাই প্রার্থনা, আর মানুষের প্রাণ যেন না যায়। পৃথিবীতে এবার শান্তি ফিরে আসুক, সকলে সুখে থাকুক।

Show More

Related Articles

Back to top button
%d bloggers like this: