Industry & Tread

করোনা আবহে ব্যাবসার চূড়ান্ত সীমায় আম্বানি

২০২১-এর মধ্যে ঋণমুক্ত হওয়ার পথে অনেকটাই এগিয়ে যাবেন মুকেশ আম্বানি

পল্লবী : ফেসবুক, সিলভার লেক, ভিস্তা ইকুইটির পর এবার Jio প্ল্যাটফর্মের শেয়ার কিনতে চলেছে নিউ ইয়র্ক স্থিত ইকুইটি সংস্থা জেনারেল আটলান্টিক। ফলে এবার দ্রুত ঋণমুক্তির পথে হাঁটছেন রিলায়্যান্স ইনডাস্ট্রিজ-এর কর্ণধার মুকেশ আম্বানি। সূত্রের খবর, ১০ হাজার কোটি টাকার বিনিময়ে Jio Platforms Ltd-এর ২ শতাংশ শেয়ার কিনতে চলেছে জেনারেল আটলান্টিক। এয়ার বিএনবি, উবর টেকনোলজিস লিমিটেডের তহবিল গড়তে মদত করেছিল এই সংস্থা। এই চুক্তি বাস্তবায়িত হলে এক মাসেরও কম সময়ে প্রায় ১৫ শতাংশ শেয়ার বিক্রি করে ফেলবে রিলায়্যান্স ইনডাস্ট্রিজ। এর ফলে মার্চ, ২০২১-এর মধ্যে ঋণমুক্ত হওয়ার পথে অনেকটাই এগিয়ে যাবেন মুকেশ আম্বানি।

গত এপ্রিল মাসেই ৪৩,৫৭৪ কোটি টাকায় রিলায়েন্স জিও’র ৯.৯ শতাংশ শেয়ার কিনে নেয় ফেসবুক। সংস্থাটির প্রতিষ্ঠাতা কর্ণধার মার্ক জুকারবার্গ জানান, বিশ্বজুড়ে ফেসবুকের গ্রাহক সংখ্যা আরও বাড়াতেই Jio’র সঙ্গে গাঁটছড়া বেধেছে তারা। তারপরই চলতি মাসের শুরু দিকে Reliance Jio-তে বিনিয়োগ করার সিদ্ধান্ত নেয় মার্কিন সংস্থা সিলভার লেক। জিও-তে ৫ হাজার ৬৫৬ কোটি টাকা বা ৭৪৬.৭৪ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে সংস্থাটি।

Jio Platforms Ltd-এ লগ্নি করতে পারে সৌদি আরবের সভেরেন ওয়েলথ ফান্ড বলেও খবর। সৌদীর এই পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের ব্যবসার পরিমাণ ৩২০ মার্কিন ডলার বা ২৪ লক্ষ কোটি টাকা। পেট্রোক্যামিকেলসের বাইরেও ব্যবসা সম্প্রসারণ করতে চাইছেন মুকেশ আম্বানি। গত কয়েক সপ্তাহে প্রায় ৮ বিলিয়ন মার্কিন ডলার বা ৬০ হাজার কোটি টাকার লগ্নি নিশ্চিত করে ফেলেছেন তিনি। ফলে দ্রুত ঋণমুক্ত হওয়ার যে পরিকল্পনা মুকেশ করেছেন, তা অনেকটা এগিয়ে যাবে। করোনা আবহেই একদিকে দেশের অর্থিনীতি ধস্ছে আর অন্যদিকে মুকেশ আম্বানি তার ব্যবসাকে চূড়ান্ত সীমায় পৌঁছতে তৎপর।

Show More

Related Articles

Back to top button
%d bloggers like this: