কর্মী ছাটাইয়ের কোপে এইচএসবিসি ব্যাঙ্ক : অনুমান ১০ ০০০ বেশি
প্রাথমিক ভাবে বেশি মাইনে পাওয়া কর্মীদেরই সম্ভাব্য ছাঁটাইয়ের তালিকায় রাখা হয়েছে।
প্রেরণা দত্ত : আন্তর্জাতিক ব্যাঙ্ক এইচএসবিসি তাদের খরচ কমাতে ১০ হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে। ব্যাঙ্কের অন্তর্বর্তীকালীন চিফ এগজিকিউটিভ অফিসার (সিইও) নোয়েল কুইন ঘনিষ্ঠ মহলে এমনই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা যাচ্ছে ফিনান্সিয়াল টাইমস এর এক প্রতিবেদন থেকে। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ব্যাঙ্কের মূল লক্ষ্য ব্যয় সংকোচন।
এ বছরের অগস্টে আচমকাই সেই সময়ের সিইও পদ থেকে জন ফ্লিন্টের বিদায় ঘোষণা করে এইচএসবিসি। চেয়ারম্যান মার্ক টাকার-এর সঙ্গে মতবিরোধের জেরেই তাঁকে সরতে হয় বলে ব্যাঙ্কিং মহলে খবর। আগামী দু এক বছরে প্রতিষ্ঠানটির পরিচালনা ব্যয় ব্যাপকভাবে কমাতে উদ্যোগ নিয়েছেন প্রধান নির্বাহী নোয়েন। আমেরিকা-চিনের মধ্যে বাণিজ্য যুদ্ধ চলছে দীর্ঘ দিন ধরে।ফলে ইউরোপেই শিল্প-ব্যবসায় মন্দা দেখা দিয়েছে।
শিল্পমহল নতুন বিনিয়োগে উৎসাহ হারাচ্ছে আর তার ফলে ব্যাঙ্কের মুনাফায় টান পড়ছে। তার জন্যই এইচএসবিসি কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছে বলে মনে করছে ওয়াকিবহাল শিবির।তবে এই ১০ হাজার কর্মী ছাটাই এর কথা জানতে চাওয়া হলে এইচএসবিসি এই মুহূর্তে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।