Culture

কলকাতা ইস্কন আলবার্ট রোড থেকে সরাসরি সম্প্রচার

৪৮ তম বর্ষে জগন্নাথের প্রধান উত্‍‌সব হল রথযাত্রা।
রথযাত্রা সংকীর্ণ ভেদাভেদের ঊর্ধ্বে, এবার ইসকনের রথের রশিতে টান দেবেন সাংসদ নুসরত জাহান
সকাল থেকেই সাজো সাজো রব।
ইতিমধ্যেই জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রাকে রথে নামিয়ে আনা হয়েছে।
এবছর ইসকনের রথে উপস্থিত থাকবেন সাংসদ নুসরত জাহান।
ইসকন কর্তৃপক্ষ জানিয়েছে, রথযাত্রা উৎসব সব ধর্মের ঊর্ধ্বে।
এই উত্সব মিলন ও সম্প্রীতির উত্সব।
ধর্মের ভেদাভেদ এখানে মানা হয় না।
আর সেকারণেই নুসরত জাহানকে আমন্ত্রণ।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button
%d bloggers like this: