West Bengal

কলকাতা পুলিশ ফোর্স-এ আবারো করোনা হানা

কোরোনাসুরে কাবু কলকাতা পুলিশ বাহিনী

তিয়াসা মিত্র : আবারো করোনা আক্রান্ত হলো কলকাতা পুলিশ-এর ১২ জন আইপিএস অফিসার সাথে পুলিশ ফোর্সএর ৯৯ জন সদস্য। এর আগে পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল ৩৫১ জন। এই মুহূর্তে সব আক্রান্তের সংখ্যা মিলিয়ে দাঁড়ালো পর্যায়ে ৪৫০ জন।

প্রতিরক্ষার কথা মাথায় আস্তে প্রথম শাড়িতেই থাকে পুলিশ কর্মীরা। ২০২০ সাল থেকে আজ অব্দি করোনা অবহে শহরের অলগলি, ধরপাকড়, করোনা প্রোটোকল মেনে সবাইকে চলার নির্দেশ এই সবই করে চলেছে এই বীর দল। তাই চিকিৎসকদের মতে তাদের গ্রাউন্ড জিরোতে নেমে দায়িত্ব পালন করে চলেছে প্রতি মুহূর্তে করোনা তাদের আক্রমণ করবে এটাই স্বাবাভিক। কিন্তু কাজ ভাববার বিষয়ে শহর যার আসতে শান্তির রাত দেখতে পায়ে আজ তারাই আক্রান্ত করোনাসুরে।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Leave a Reply

Back to top button
%d bloggers like this: