
কলকাতা পুরসভার নগর বনানযের জন্য আলাদা বিভাগ তৈরি করা হলে ও কোনো সিদ্ধান্ত নেওযা হয় নি। তাই এ বার দুটি জায়গায় কৃত্রিম বন তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এক হচ্ছে গার্ডেনরিচের ধোবিঘাট এলাকা। জায়গাটি ১৭০০ বর্গ মিটার এলাকা নিয়ে গঠিত। জায়গাটিতে বন্দরের খালি কন্টেনার রাখা হয় এখানে কৃত্ৰিম বন তৈরি হলে পরিবেশ দূষণ অনেকটাই কম বলে আশা করা যাচ্ছে। আর এক হচ্ছে তারাতলা সংলংগ্ন এলাকা।
এখানে ২০০০ বর্গ মিটার এলাকা আছে.তাতে ১০ টি জলাশযের দায়িত্বে আছে মৎস্যজীবীদের ক অপারেটিভ সংস্থা। জলাশয় ও বোন এক সাথে দারুন একটা পরিবেশ তৈরি হবে বলে আশা করা যাচ্ছে। ফিরহাদ হাকিম বলেন খুব তাড়াতাড়ি এই পরিকল্পনা বাস্তবায়িত করা হবে। নগর বনানযের দায়িত্বে থাকা এক পদস্থ আধিকারিক বলেন যে ফাঁকা জায়গার অভাবে এই রূপ পরিকল্পনা নেওয়া সম্ভাব হয় না। তারা আরো বলেন যে আরো ফাঁকা জায়গা খুঁজে এই ধরণের বোন আরো তৈরি করতে হবে। তাতে করে দূষণের মাত্রা যদি কিছুটা কমানো যায়।