কলকাতা শহরের নামি স্কুল জিডি বিড়লার শৌচাগারে কৃতী ছাত্রীর রহস্যমৃত্যু : খুন না আত্মহত্যা ?
শৌচাগারে গিয়েছিল ওই ছাত্রী আর ফেরেনি , বন্ধুরা খোঁজ নিতে গিয়ে দেখে রক্তাত অবস্থায় তাদের সহপাঠী ,শুক্রবার ক্লাস চলাকালীনই ঘটে।
প্লাস্টিক দিয়ে বাঁধা ছিল ছাত্রীর মুখ , জি ডি বিড়লায় শৌচাগারে কৃতী ছাত্রীর দেহ উদ্ধার। । প্রথমে তাকে নিয়ে যাওয়া হয় যোধপুর পার্কের একটি বেসরকারি হাসপাতালে, হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত বলে ঘোষণা করেন। স্কুলে ঢুকছে ফরেনসিক টিম।সাথে রয়েছে বড় পুলিশ বাহিনী। উত্তেজনা অঞ্চলে।
শৌচাগারে গিয়েছিল ওই ছাত্রী ক্লাস চলাকালীনই । অন্য ছাত্রীরা খোঁজ নেয় ,দীর্ঘক্ষণ না বেরনোয় কর্তৃপক্ষের তরফে দরজা ভেঙে ভিতরে ঢোকা হয়। ছাত্রীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। গভীর ক্ষত ছিলতার হাতে , মুখ দিয়ে গ্যাঁজলা বেরোচ্ছিল। অনুমান করা হচ্ছে ,কম্পাস দিয়ে হাতের শিরা কেটে বিষ খেয়ে আত্মহত্যা করেছে সে। সন্ধে ৭টা পর্যন্ত স্কুল ও পরিবারের তরফে কোনও প্রতিক্রিয়া দেয় নি।
শুক্রবার দুপুরের ওই ঘটনার তদন্তে নেমেছে রিজেন্ট পার্ক থানার পাশাপাশি কলকাতা পুলিশের হোমিসাইড শাখাও।পুলিশ সূত্রে খবর, রানিকুঠির ওই স্কুলের দোতলার শৌচাগারে কৃত্তিকা পাল নামে দশম শ্রেণির এক ছাত্রীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তার সহপাঠীরা। ওই ছাত্রী শৌচালয়ে গিয়েছিল দুপুর দেড়টা নাগাদ ।শৌচালয় থেকে বেরোয়নি সে, আধ ঘণ্টা কেটে গেলে তার খোঁজ নিতে যায় স্কুল কর্তৃপক্ষ । স্কুলের কর্মীরা গিয়ে দেখেন মেঝেতে পড়ে রয়েছে কৃত্তিকা। ঘটনার পরেই তার পরিবারকে খবর দেওয়া হয়।কৃত্তিকা পালের বাবা কর্মসূত্রে এখন ভিন্ রাজ্যে রয়েছেন বলে পুলিশ সূত্রে খবর।

কিছু প্রশ্ন উঠে আসছে :
১) কৃতি ছাত্রী কেন আত্যহত্যা করবে ?
২) স্কুল কেই বেছে নেবার কারণ কি ?
৩) দশম শ্রেণীর কৃতি ছাত্রীর কি এমন হল ?
৪) বৃত্ত শালী স্কুলে পড়া মেয়ে এই সিদ্ধান্ত নিলো কেন ?
৫) কম্পাস ও ব্লেড দিয়ে হাতের সিরা কেন কাটলো ?
৬) যখন এই কাজ করছে তখন স্কুলের কেও জানতে পারলোনা কেন ?
৭) ওই ছাত্রী যখন নিজের হাতের সিরা কেটে ফেলছে তখন কোনো চিৎকারের শব্দ পাওয়া যায় নি কেন ?
৮) মাথায় কেন প্লাস্টিক দিয়ে ঢাকা ছিল ?
৯ ) মুখে কেন গেজেলা ?
১০ ) যদি বিস্ খায় তাহলে বিষের শিশি কোথায় ?
১১) তিন পাতার সুইসাইট নোট স্কুলের শৌচাগার থেকে উদ্ধার হয়েছে, তাতে কি আছে ?
১২) কৃত্তিকার খবর পাওয়ার পর কেন বাড়ির লোক এলো না ?
১৩ ) বাবা কাজের সূত্রে বাইরে থাকলেও মা কি নেই ? যদি না থাকে তাহলে অন্যরা কই ?
১৪) মাথায় প্লাস্টিক কে মুড়ে দিলো , যাতে নিঃস্বাস না নিতে পারে ?
১৫) এটা একটা ঠান্ডা মাথায় মার্ডার নয়তো ?