কলকাতা হয়ে উঠলো গোলাপি শহর।
দিন রাতের টেস্ট ম্যাচ নিয়ে উত্তেজনা তুঙ্গে, শহর মুড়ে গেছে গোলাপি রঙে।
@ দেবশ্রী : ইডেনে হতে চলেছে , ঐতিহাসিক দিন রাতের পিঙ্ক বলের টেস্ট ম্যাচ, প্রস্তুতি চলছে তুঙ্গে। আগামী ২২ শে নভেম্বর হতে চলেছে সেই ম্যাচ। ইতিমধ্যেই সারা শহরকে গোলাপি রঙে মুড়ে দেওয়া হয়েছে। মানুষের উত্তেজনা ও চরম পর্যায়ে পৌঁছেছে। এই ঐতিহাসিক দিনকে স্মরণীয় রাখতে এবং প্রতিটি মুহূর্তকে গোলাপি রঙে মুড়তে লেগে পড়েছে ইডেন কর্তৃপক্ষ ম্যাচ শুরু হতে এখনও মাঝে দুটি দিন রয়েছে। ক্রিকেট আসোসিয়েশন চেষ্টার কোনো ত্রুটি রাখেনি। খেলা শুরু হওয়ার দু’দিন আগে থেকে গোটা কলকাতাকে গোলাপি রঙে মোড়ার প্রতিশ্রুতি দিয়েছিল ক্রিকেট আসোসিয়েশন কর্তৃপক্ষ। আর সেই গোলাপি রঙে ছড়িয়ে গেছে গোটা ইডেনের মাঠ।
আইপিএলের খেলার সময়, সারা মাঠ ও সারা শহর বেগুনি রঙে ছেয়ে যায়। তবে এবারে, গোলাপি রঙ ছড়িয়েছে সারা শহরে। অন্য রঙের মধ্যে যে রঙটি সবথেকে বেশি নজর কাড়ছে তা ওই গোলাপি রং। শহরের নানা প্রান্তে যে দিকে চোখ মেলা যাচ্ছে সেখানে সেখানে দেখা যাচ্ছে গোলাপি রঙের ছটা। ইন্ডিয়াতে প্রথমবার হচ্ছে পিঙ্ক বলের টেস্ট ম্যাচ। আর সেই ম্যাচ ঘিরেই মানুষের মধ্যে তৈরী হচ্ছে আরও বেশি করে উত্তেজনা। গোলাপি রঙে সাজানো ছোট লঞ্চ গুলি ঘুরে বেড়াচ্ছে হুগলি সেতু পর্যন্ত। ময়দানের অনেক তাঁবু সেজে উঠেছে গোলাপি রঙে।
গোটা শহর যখন গোলাপি রঙে ছেয়ে গেছে তখন ক্রিকেট মহলের সবাই এর সাথে সাথে, শহরের সাধারণ মানুষেরাও নিজেদের সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিচ্ছে সেই গোলাপি রঙের ছবি। বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি তার ট্যুইটারে লিখে জানান গোলাপি বলের খেলতে, শহর হয়ে উঠেছে গোলাপি এছাড়া একাধিক ছবি পোস্ট করেছেন তার সোশ্যাল আকাউন্ট এর হ্যান্ডেলে।
এখন শুধু অপেক্ষা ওই ঐতিহাসিক খেলার। যেখানে খেলা হবে ভারত বনাম বাংলাদেশ। তাকিয়ে আছে দেশের সব মানুষ।