Education Opinion
কলেজে আবার তান্ডপ তৃণমূল নেতার : ঘেড়াও প্রিন্সিপাল
তৃণমূলের নেতা দিনভোর আটকে রাখলো গোপালনগরের নহাটা যোগেন্দ্রনাথ মন্ডল স্মৃতি মহাবিদ্যালয়ে প্রিন্সিপালকে, দিদির নিদান মানতে নারাজ দিদির দলের কাউন্সিলের।
গোপালনগরের নহাটা যোগেন্দ্রনাথ মন্ডল স্মৃতি মহাবিদ্যালয়ে প্রিন্সিপালকে আটকে রেখে বিক্ষোভের অভিযোগ তৃনমূল নেতারা বিরুদ্ধে, নহাটা মহাবিদ্যালয়ের আজ টিচার কাউন্সিলের বৈঠক ছিল আজ l বৈঠকে তৃনমূল ছাত্র পরিষদ পরিচালিত ছাত্র সংসদ বন্ধ রাখার নির্দেশ দিতেই ক্ষেপে ওঠে স্থানীয় তৃনমূল নেতা আলোক নন্দী এবং প্রিন্সিপালকে ঘরে আটকে রাখার অভিযোগ ওঠে l খবর পেয়ে কলেজে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে এ বি ভি পি ছাত্র ছাত্রীরা l ঘটনা স্থলে পৌঁছে প্রিন্সিপালকে উদ্ধার করে গোপালনগর থানার পুলিশ l যদিও প্রিন্সিপাল পুলিশের কাছে লিখিত কোন অভিযোগ দায়ের করেনি lকলেজের প্রিন্সিপাল ঘেড়াও হয়েও পুলিশ কে অভিযোগ জানালেন না ভয়ে : যুক্তি চাকরিতাতো করতে হবে , কি করবো আমরা। ঝান্ডা নিয়ে তো রাস্তায় আস্তে পারবো না.