Culture
কাঁসারিপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি’র খুঁটিপুজোর শুভ সূচনা হলো
কাঁসারিপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি’র খুঁটিপুজোর শুভ সূচনা হলো |এই অনুষ্ঠানে বিশেষ জনসেবামূলক কর্মযজ্ঞ আয়োজন করা হয়েছিল “কিউড়ো চক্ষু পরীক্ষা কেন্দ্র ” সহযোগিতায় ও কমিটির পরিচালনায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির|অনুষ্টানে উপস্থিত ছিলেন ‘বিবেক কনভেনর’ ও ‘জয় হিন্দ বাহিনীর ‘ সভাপতি শ্রী কার্তিক ব্যানার্জী, জননেতা মদন মিত্র, মন্ত্রী শোভনদেব চ্যাটার্জী, বাবলু সিং, পাপিয়া সিং-সহ আরও অনেকেই |