কাজের ব্যাস্ততার মাঝেও পুজোর আনন্দ মাটি করলেন না মানালি
কিভাবে কাটে মানালির পুজো তা জানালো তার ফেসবুক।
শীর্ষা সেন : সেলেব থেকে কমন পিউপল। পুজো কিন্তু সকলের। তাই সর্বসাধারণ-এর পুজোতে সেলেবরাও মেতে ওঠে। এ ক্ষেত্রে বাদ যাননি মানালি দে -ও। নিজের ভালোবাসার মানুষের সঙ্গে মেতে উঠেছেন পুজোর আনন্দে। আর নিজের সোশ্যাল মিডিয়ায় সে ছবি শেয়ার ও করেছেন।
কথায় বলে শাড়ি ছাড়া নাকি নারী অসম্পূর্ন , পুজোতে শাড়ি পড়া হবেনা সেটা তো হতে পারেনা। তাই মানালি নিজে পরেছেন একটি খয়েরি রঙের শাড়ি। মানালির প্রেমিক কিন্তু নিজেকে বেশ ছিমছামই রেখেছেন। অভিমন্যু পড়েছেন সাদা আর হালকা গোলাপী রঙের চেক্স শার্ট।
শুধু ভালোবাসার মানুষের সাথেই নয় নিজের ছোটবেলার বন্ধুদের সাথেই পাড়ার প্যান্ডেলে মেতেছেন অভিনেত্রী। পাড়ার পুজো যে তাঁর কাছে ভীষণ প্রিয় তাও স্বীকার করেছেন তিনি। এই পুজোর দিনগুলিতে পুরানো বন্ধুদের সঙ্গে দেখা হওয়া, তাঁদের সঙ্গে আড্ডা, হই-হুল্লোড় চালিয়ে যান পুরোদমে। এবারেও যে তাঁর ব্যতিক্রম হয়নি, তা ছবি দেখে ভাল ভাবেই আন্দাজ করা যাচ্ছে।