West Bengal
কাটমানির পাল্টা মার্ শুরু তৃণমূলের : বিজেপি কর্মীসভাতে হামলা, আহত চার বিজেপি কর্মী।
এক দিকে যখন তৃণমূল কে সারা রাজ্যে কাটমানিতে চেপে ধরেছে বিজেপি, অপরদিকে তেমন তৃণমূল পাল্টা মারের রাস্তা বেঁচে নিয়েছে , বিজেপির মিটং এ হামলা , গুরুতর আহত তিন. রক্তাত্ত বাংলা- বিপদ অসন্ন্য।
পান্ডবেশ্বর বাজার এলাকার নীলকন্ঠ ম্যারেজহলে বিজেপির আগামী ৬ই জুলাই সদস্য সংগ্রহ অভিযান উপলক্ষে এক কর্মীসভার আয়োজন করেছিল।দুপুর বেলা লাঞ্চ ব্রেকের সময় কর্মীরা যখন হল থেকে বাইরে বার হয় সেইসময় কয়েকজন দুস্কৃতি অতর্কিতে হামলা চালায় হামলায় চারজন বিজেপি কর্মী আহত হয়, তিনজনকে আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয় বাকি একজনকে দুর্গাপুরের বিধাননগর হাসপাতালে পাঠানো হয়।জেলা হাসপাতালে কমল কিশোর শ্রীবাস্তব এবং শান্তুনু দাসকে ভর্তি করা হয় জীতেন চ্যাটার্জীকে প্রাথমিক চিকিৎসা করা হয়।মিলন আকুরেকে দুর্গাপুর হাসপাতালে ভর্তি করা হয়।অভিযোগ তৃণমূল আশ্রীত দুস্কৃতিরা হামলা চালায়।তৃনমুল সাথে কথা বললে তৃনমুল নেতৃত্ব জানান অভিযোগ অস্বীকার করে নিজেদের অভ্যন্তরীণ বিষয় হবে বিজেপি !