কাটমানি পর এবার ফুলমানি আত্মসাতের অভিযোগ তৃণমূলের প্রাক্তন মেম্বারের বিরুদ্ধে
বাড়ি ঘেরাও এবং রাস্তা অবরোধ স্থানীয়দের।
বিভিন্ন প্রকল্পের কাজের নামে সরকারি টাকা আত্মসাৎ-এর অভিযোগে তৃণমূলের প্রাক্তন মেম্বারের বাড়ির সামনে বিক্ষোভ দেখিয়ে রাস্তা অবরোধ করে গ্রামবাসীরা। উত্তর ২৪ পরগনার গোপালনগর ব্লকের গঙ্গানন্দপুর গ্রাম পঞ্চায়েতের অম্বরপুর গ্রামের প্রাক্তন তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত মেম্বারের বিরুদ্ধে এলাকার মানুষ অভিযোগ গ্রামের কালী মন্দির , স্কুল , রাস্তার পুর টাকা এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার ক্ষেত্রে কাটমানি তুলেছে। পুকুর না কেটেও পুকুরের টাকা তুলে নেওয়ার অভিযোগ তোলে প্রাক্তন মেম্বারের রিতা রায় ও সুপারভাইজার অনুপ বিশ্বাসের বিরুদ্ধে। গ্রামের শতাধিক বাসিন্দা আজ প্রাক্তন পঞ্চায়েত মেম্বার রিতা রায়ের বাড়ির সামনে রাস্তায় বসে বিক্ষোভ দেখায় এবং ৪৬ লক্ষ টাকা ফেরানোর দাবি করে। বিক্ষোভ এর ফলে অবরুদ্ধ হয়ে পড়ে গোবরাপুর মামুদপুর সড়ক। অমরপুর এর প্রাক্তন পঞ্চায়েত সদস্য রিতা রায়ের স্বামী সুনীল রায় সমস্ত অভিযোগ অস্বীকার করে জানায় আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তোলা হয়েছে , সঠিক তদন্ত করুক।