কান্তি গাঙ্গুলি আজও ক্লান্ত নন ,লড়াই এ ফিরলে জন সমর্থন পাবেন : জনতা বলছে
উত্তরে ৬ জন খুন, দক্ষিণে এক , রাজ্যে খুনের রাজনীতিতে রক্তাক্ত বাংলা।
রাজু হালদার সিপিআইএমের সক্রিয় সমর্থক, খুন হলেন , অভিযোগ তৃণমূলের দিকে। নৃশংস হত্যা , এফোঁড় ওফোঁড় করে দিলো রাজুর স্বপ্ন একদল তৃণমূল আশ্রিত দুষ্কৃতী। ওপিনিয়ন টাইমস এর সাংবাদিক দাঁড়িয়ে ছিল ঠিক কান্তি বাবুর একটু পিছনে, আমরা দেখলাম কিভাবে এখনও উনি প্রাসঙ্গিক এবং সিপিআইএম ,আর এই আলোচনাটাই চলছে রাস্তার ধার জুড়ে।
কেন কদিন আগে লোকসভায় ভোট পেলনা?
কেন সন্ত্রাসের সামনে মাথা তুলে দাঁড়াতে পারছে না ?
কেন কর্মীরা মার্ খেলে পাল্টা সাহস দিতে পারছেনা?
সাধারণ মানুষ ভরসা যোগ্য নেতৃত্ব খুজছে ,
কেন পারছেন না সিপিআইএম নেতৃত্ব?
কেন কংগ্রেসের সাথে সমঝোতা ?
এই সব চলতে চলতে শুরু হলো কান্তি বাবুর সাথে কথা কাটাকাটি , কি অসাধারণ মানুষের সারা মিললো। তবে সবশেষ হয়ে গেলো একঘন্টার মধ্যে, এটাই সব থেকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করছেন সাধারণ মানুষ।