Culture

কালীঘাটে কুমার টুলি : বাকি আর ৫৩ দিন

কালীঘাট নেপাল ভট্টাচার্য স্ট্রিটের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে।চমকে দেবে সকলকে কালীঘাটে কুমারটুলি থিমের নাম "মাটি "

হাত বাড়ালেই দিদির বাড়ী। যার মূল রাজনৈতিক স্লোগান “মা-মাটি-মানুষ ” . আর সেই মাটি নিয়ে এবার কাজ করছেন কালীঘাট নেপাল ভট্টাচার্য স্ট্রিট সার্বজনীন দুর্গোৎসব , এর প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে।তবে বলা বাহুল্য এটা সেই রাজনৈতিক মাটি নয় এই মাটিদিয়েই গড়ে তুলবে সমস্ত কিছু।তবে স্বল্প বাজেটের মধ্যে নজরকাড়া পুজো এই কলকাতায়। অনেকের চোখ রাঙানো উপেক্ষা করে এগিয়ে যাচ্ছে বছরের পর বছর। তবে আর্থিক ভাবে পিছিয়ে থাকলেও কোন রাজনৈতিক দাদা বা দিদির কাছে মাথা নোয়ানো তে এলার্জি। অনেক অফার থাকলেও সেদিকে কোন ভাবেই পছুন্দ নয় কারোর সাথে সমঝোতা করা। পুরস্কারের আশায় অনেক পুজো কমিটি সমাজ সেবার কাজ ফলাও করে বলেন , কিন্তু বাস্তবে এই পুজো কমিটিতে এলে দেখাযাবে সারা বছর সামান্য খরছে কম্পিউটার শেখাচ্ছেন আর্থিক ভাবে পিছিয়ে পড়া ছেলে মেয়েদের। পুজোর খরচ জোগাতে পাড়ার সকলেই এককাট্টা, মাথা নোয়ানো ‘না পসন্দ। ফলে লড়াইটা অনেক কঠিন।এদের তিন কিলোমিটারের মধ্যে ১৫ টি বড় পুজো কমিটি নিঃস্বাস ফেলছে , কিন্তু নেপাল ভট্টাচার্য স্ট্রিট তাদের মত করে চেষ্টা চালাচ্ছে। আজকে সন্ধে বেলায় পুজো প্রাঙ্গনে পুজো কর্তাদের সাথে ওপিনিয়ন টাইমস জমিয়ে আড্ডা দিল আর জেনে নেবার চেষ্টা করলেন এবারের থিম কি ? কেমন হচ্ছে প্রস্তুতি !

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button
%d bloggers like this: