Economy Finance

কালো টাকার পুঁজি রোধ করতে, নয়া পদক্ষেপ কেন্দ্রের।

২০১৭ সালে ৫০০ ও ১০০০ টাকার নোটের পরিবর্তে আনা হয়েছিল নতুন ২০০০ টাকা, তবে তাও এখন বাতিলের পথে।

@ দেবশ্রী : আবারো কালো টাকার গল্প। ২০১৭ সালে কালো টাকার রমরমা প্রতিরোধ করতে নতুন ২০০০ টাকার নোট নিয়ে আসেন কেন্দ্রীয় সরকার। এবারে সেই নতুন ২০০০ টাকাকেই কাজে লাগানো হচ্ছে, কালো টাকাকে মজুত রাখার জন্যই এমনটাই রাজ্যসভায় জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তবে বিপদের গন্ধ পেয়ে আগে থেকেই ব্যবস্থা নেওয়া শুরু। রিজার্ভ ব্যাঙ্ক সূত্রে খবর, দু’হাজার টাকায় বেআইনি পুঁজি জমানোর বিষয়টি গুরুতর হয়ে উঠছে টের পেয়ে ইতিমধ্যেই বাজার থেকে ধীরে ধীরে ওই নোট তুলে নিতে শুরু করেছে সরকার। সম্প্রতি সেই নোট ছাপানোও বন্ধ করেছে আরবিআই। তবে ওই নোট বাতিল হতে পারে এমন কোনো খবর বা ইঙ্গিত পাওয়া যায়নি এখনো পর্যন্ত।

তবে সাধারণ মানুষ অভিযোগ জানিয়েছেন যে, নোট বাতিল না হলেও অনেক জায়গায় ২০০০ টাকার নোট নিতে অস্বীকার করছে অনেকেই, বিশেষত ব্যবসায়ীরা। সেই কারনে হয়রানির মধ্যে পড়ছেন সাধারণ মানুষ। বড় লেনদেন গুলির ক্ষেত্রে ভালোই সমস্যায় পড়তে হচ্ছে অনেককেই। ব্যাঙ্কেও ক্রমাগত ওই নোট জমা পড়ছে। তবে ওই নোটের বাতিল হওয়ার কথা কেন্দ্রীয় সরকার বা রিজার্ভ ব্যাঙ্ক এর তরফ থেকে এখনও কোনো কথা শোনা যায়নি। এই মুহূর্তে শুধু নোটের পরিমান ধীরে ধীরে কমানো হচ্ছে বলা জানা গেছে।

শীর্ষ ব্যাঙ্ক সূত্রের দাবি, এই প্রক্রিয়ায় প্রথমে তা ছাপানো বন্ধ করা হয়েছে। দ্বিতীয় ধাপে আরবিআইয়ের ঘরে যত ২০০০-এর নোট ঢুকছে, তা বাজারে ফেরত পাঠানো হচ্ছে না। বদলে ছাড়া হচ্ছে সমমূল্যের ৫০০ টাকার নোট। বহু এটিম এখন ২০০০ টাকা দেওয়া কমিয়ে দিয়েছে বা বন্ধ হয়েছে বলেও খবর পাওয়া গেছে।

তিন বছর আগে পুরনো ১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের পরে বাজারে নগদ জোগান বাড়াতে ২০০০ টাকা আনে কেন্দ্র। নতুন রূপে ফেরে ৫০০ টাকাও। তখনই বিরোধীরা তোপ দাগেন, যে কালো টাকাকে শিখণ্ডী করে বড় নোট বাতিল করা হল, ২০০০-এর নোট এনে সেই বেআইনি পুঁজিকেই আরও সহজে জমানোর পথ করে দিয়েছে কেন্দ্র। আরবিআইয়ের এক কর্তারও দাবি, এত সুবিধা হয়েছে কালো টাকার মালিকদের। কম নোটে অনেক বেশি কালো টাকা জমানো যাচ্ছে। আশঙ্কা যে সত্যি হয়েছে তা স্পষ্ট কেন্দ্রের হিসেবেই। নির্মলা জানিয়েছেন, বেআইনি ভাবে রাখার অভিযোগে আয়কর দফতর গত দুই অর্থবর্ষ ও চলতি অর্থবর্ষের প্রথম আট মাসে যে অর্থ বাজেয়াপ্ত করেছে, তার সিংহভাগই ২০০০ টাকার নোট। এই কালো বাজারি টাকার জেরেই নতুন ২০০০ টাকার নোট ধাপে ধাপে তুলে নেওয়ার সির্ধান্ত নেয়, কেন্দ্র।

অনেকের অবশ্য ধারণা, বড় নোট হিসেবে শুধু ৫০০ থাকলে মোটা অঙ্কের নগদ লেনদেনে প্রচুর নোট লাগবে। তাই পুনরায় ১০০০ টাকার নোট চালুর সম্ভাবনা দেখা যাচ্ছে।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button
%d bloggers like this: