Sports Opinion

কিছুতেই শেষ হচ্ছেনা আফ্রিদি গম্ভীরের ঝগড়া

অন্তহীন বিবাদে আফ্রিদি গম্ভীরের ঝগড়া ,পাকিস্তানের ভিসার ব্যাবস্তা করে দেবেন মানসিক চিকিৎসার জন্য গৌতমকে খোঁচা আফ্রিদির

গৌতম গম্ভীরের সঙ্গে ঝামেলা যেন থামছেই না আফ্রিদির।কিছুদিন আগেই আফ্রিদি গম্ভীরকে তার আত্বজীবনীতে একহাত নিয়েছিলেন।তাঁকে ব্যাক্তিত্ত্বহীন থেকে শুরু করে অহংকারী সবকিছুই বলেছিলেন। চুপ করে থাকেননি গম্ভীরও। এই ঘটনায় পাল্টা আঘাত আনতে আফ্রিদিকে পাগল বলেছিলেন গম্ভীর। আর এবার গম্ভীরের কথাই গম্ভীরকে ফিরিয়ে দিলেন আফ্রিদি। তিনি নাকি পাকিস্তানে একটা মানসিক হাসপাতালে যুক্ত আছেন সেখানেই চিকিৎসার জন্য গম্ভীরকে ডাকলেন আফ্রিদি। এমনকি ভিসার ব্যবস্থা করবেন বলেও খোঁচা মারতে ছাড়লেন না।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button
%d bloggers like this: