Weather

কিছু জানাবেন বর্ষা কবে আসবে কলকাতায় ?

খবর পেলাম কিন্তু এলো না এখনো , তাই আবহাওয়া দফতরে ওপিনিয়ন টাইমস

কেরলে এসে গেছে । এদিকে বঙ্গে শনিবার সকাল থেকে বিভিন্ন জায়গায় মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। দেরিতে বর্ষা ঢুকবে বলে আগেই জানিয়ে দিয়েছিল আবহাওয়া দফতর। ভারী বৃষ্টিপাত চলবে বলে জানানো হয় , সেই সঙ্গে আগামী ১০ জুন পর্যন্ত। কেরলে প্রবল বৃষ্টি সকাল থেকে হচ্ছে ।

কেন্দ্রীয় ভূবিজ্ঞান মন্ত্রকের সচিব মাধবন রাজীবন টুইটার হ্যান্ডেলে বর্ষার আগমনের কথা ঘোষণা করেন । মহোদয় বলেন , ‘কেরলে আজ দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ঢুকে পড়ল।’ কেরলের বেশ কিছু জায়গায় মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। কেরল বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ বন্যার কথা মাথায় রেখে তাই ইতিমধ্যেই রাজ্যজুড়ে চূড়ান্ত (লাল) ও মাঝারি (কমলা) সতর্কতা জারি করেছেন।

বিশিষ্ট চিকিৎসক মহল বলছেন যদি আর কয়েক দিনের মধ্যে বৃষ্টি যদি না হয় তাহলে অসুখ বিসুখ বাড়বে , জল বাহিত রোগ বাড়ছে কলকাতা জুড়ে। জেলা গুলোতে বিশেষ চর্ম রোগের প্রকোপ বাড়ছে। নিঃশ্বাস ধূলিকণা বাড়বে , সেক্ষেত্রে নিঃশ্বাস নিতে অসুবিধে হবে শিশু ও বৃদ্ধদের।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button
%d bloggers like this: